শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

আসছে মোহনবাগান প্রস্তুত বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

আসছে মোহনবাগান প্রস্তুত বসুন্ধরা কিংস

মোহনবাগানই প্রথম দল যারা স্বাধীনতার পর বাংলাদেশ সফরে আসে। ১৯৭২ সালে তৎকালীন ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ঢাকা একাদশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল ভারতখ্যাত ফুটবল ক্লাব মোহনবাগান। ওই ম্যাচে স্ট্রাইকার কাজী সালাউদ্দিনের গোলে ঢাকা একাদশ জিতেছিল। এরপর ১৯৮৭ এশিয়ান ক্লাব কাপ ফুটবল খেলতে ঢাকায় এসেছিল তারা। ১৯৯২ সালে বিটিসি কাপ খেলে যায় মোহনবাগান । এবার অনেকদিন পর ঢাকায় প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে আসছে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম নয়, বসুন্ধরা কিংস অ্যারিনায় তারা খেলবে। ৭ নভেম্বর এএফসি কাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে লড়বে। মোহনবাগানের প্রতিপক্ষ বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

‘ডি’ গ্রুপে এএফসি কাপের বসুন্ধরা কিংস দ্বিতীয় হোম ম্যাচ খেলবে। প্রথম ম্যাচে ওড়িশা এফসিকে ২-১ গোলে পরাজিত করেছিল। ২৪ অক্টোবর ওড়িশা কলিঙ্গ স্টেডিয়ামে কিংস অ্যাওয়ে ম্যাচে লড়ে মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল। অথচ সুযোগ কাজে লাগাতে পারলে জয় নিয়েই ঢাকায় ফিরতে পারতেন রবসনরা।

৭ নভেম্বরের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। তিন খেলায় ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মোহনবাগান। সমান ম্যাচে কিংসের সংগ্রহ ৪। ওড়িশা ও মাজিয়ার সমান ৩ পয়েন্ট হলেও গোলপার্থক্যে ভারতীয় দলটি এগিয়ে রয়েছে। নিয়ম এবার বদল হয়েছে, আগে শীর্ষে থাকা দুই দলের পয়েন্ট সমান হলে গোলপার্থক্যে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ হতো। নতুন নিয়মে হেড টু হেড ধরা হবে। অর্থাৎ পয়েন্ট সমান হলেও হোমম্যাচে জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে। মোহনবাগান ঘরের মাঠে কিংসকে হারাতে পারেনি। কিংস পারলে সুবিধাজনক স্থানে থাকবে। ঘরের মাঠ বলেই আত্মবিশ্বাসী কিংস।

ঘরের মাঠে ম্যাচ জিততে কোচ অস্কার ব্রুজোন শিষ্যদের নিয়ে কঠিন অনুশীলনে ব্যস্ত। বিশেষ করে গোল মিসের বিষয়টি ভালোভাবে গুরুত্ব দিচ্ছেন তিনি। মালদ্বীপে প্রথম ম্যাচে মাজিয়ার কাছে হারলেও গোলের অনেক সুযোগ হাতছাড়া করেছেন রবসন, ডরিয়েলটনরা। ঘরের মাঠে ওড়িশার সঙ্গে জিতলেও গোলের সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। এবার মোহনবাগানের বিপক্ষে গোলের জন্য আলাদাভাবে প্রস্তুতি নিচ্ছেন কিংসের ফুটবলাররা।

সর্বশেষ খবর