রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
জিতে সেমির স্বপ্ন পাকিস্তানের

৪০১ রান করেও বৃষ্টি আইনে হেরে হতাশ নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

৪০১ রান করেও বৃষ্টি আইনে হেরে হতাশ নিউজিল্যান্ড

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের চলমান আসরে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছে পাকিস্তান। গতকাল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বৃষ্টিবিঘিœত ম্যাচে ডিএল মেথডে ২১ রানে জয় পেয়েছেন বাবর আজমরা। প্রথমে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রান করে। জবাবে পাকিস্তান ২১.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৬০ রান করলে বৃষ্টি নামে। বেশ কিছুক্ষণ পর বৃষ্টি থামলে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ৩৪২। পাকিস্তান ২৫.৩ ওভারে ২০০ রান করলে আবারও বৃষ্টি নামে। সে সময় ডিএল মেথডে ২১ রানে এগিয়ে ছিলেন বাবর আজমরা। এরপর বৃষ্টির কারণে ম্যাচ আর মাঠে গড়ায়নি। পাকিস্তানকে বিজয়ী ঘোষণা করা হয়। ২৫.৩ ওভারে নিউজিল্যান্ডের রান ছিল ১৭৯। সেই হিসাবেই রানরেট হিসাব করা হয়। পাকিস্তান পয়েন্ট তালিকায় ৫ নম্বরে উঠে এসেছে। ৮ ম্যাচে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। পরের ম্যাচ জিতলে সেমিফাইনাল খেলার দারুণ সম্ভাবনা আছে বাবর আজমদের।

গতকাল দুর্দান্ত ব্যাটিং করে নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে ৩৫ রানে আউট হলেও ইনজুরি ফেরত অধিনায়ক কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে ১৮০ রানের জুটি গড়েন রাচিন রবীন্দ্র। ৯৪ বলে ১০৮ রান করেন রবীন্দ্র। অন্যদিকে উইলিয়ামসন করেন ৭৯ বলে ৯৫ রান। শেষ দিকে মিচেল ১৮ বলে ২৯, চ্যাপম্যান ২৭ বলে ৩৯, ফিলিপস ২৫ বলে ৪১, স্যান্টনার ১৭ বলে ২৬ রান করে বড় সংগ্রহ দাঁড় করান। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ ওয়াসিম ৩ উইকেট শিকার করেন। এ ছাড়াও ১টি করে উইকেট নেন হাসান আলী, ইফতিখার আহমেদ ও হারিস রউফ। জবাব দিতে নেমে পাকিস্তান শুরুতেই আবদুল্লাহ শফিকের (৪ রান) উইকেট হারায়। তবে অধিনায়ক বাবর আজমকে সঙ্গে নিয়ে ১৯৬ রানের জুটি গড়েন ফখর জামান। বাবর ৬৩ বলে ৬৬ এবং ফখর ৮১ বলে ১২৬ রান করেন। ম্যাচসেরার পুরস্কার পান ফখর। নিউজিল্যান্ডের পক্ষে ১টি উইকেট পান টিম সাউদি। বড় স্কোর গড়েও জিততে পারল না নিউজিল্যান্ড। পরের ম্যাচে নিউজিল্যান্ড খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। পাকিস্তানের পরের ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে। সেমিফাইনাল খেলতে পারে দুই দলের যে কেউই!

 

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড : ৪০১/৬ (৫০ ওভার) (রাচিন রবীন্দ্র ১০৮, কেন উইলিয়ামসন ৯৫, গ্লেন ফিলিপস ৪১; মোহাম্মদ ওয়াসিম ৩/৬০)।

পাকিস্তান : ২০০/১ (২৫.৩ ওভার) (ফখর জামান ১২৬*, বাবর আজম ৬৬*; টিম সাউদি ১/২৭)।

ফল : পাকিস্তান ডিএল মেথডে ২১ রানে জয়ী।
ম্যাচসেরা : ফখর জামান।

সর্বশেষ খবর