রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

উত্তেজনায় কাঁপছে ইডেন ॥ ভারত-দক্ষিণ আফ্রিকার লড়াই

ক্রীড়া ডেস্ক

উত্তেজনায় কাঁপছে ইডেন ॥ ভারত-দক্ষিণ আফ্রিকার লড়াই

বিশ্বকাপ ক্রিকেটে কে জিতবে শিরোপা? বলা মুশকিল হলেও অনেকে স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে রাখবে। দুই দেশই এবার দুর্দান্ত খেলছে। ঘরের মাঠে রোহিত শর্মারা সাত ম্যাচে সবকটিতে জিতেছেন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা সমান ম্যাচে শুধু নেদারল্যান্ডসের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যায়। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই তারা জ্বলে উঠছে। ভয়ংকর দুই দল ভারত ও দক্ষিণ আফ্রিকা আজ লড়বে কলকাতার ইডেন গার্ডেনে। ভারতে ক্রিকেট ভেন্যুর কমতি নেই। তার পরও কলকাতায় উত্তেজনা থাকবে অন্যরকম। ৬৭ হাজার আসনবিশিষ্ট গ্যালারির সব টিকিট বিক্রি শেষ। কালোবাজারে চড়া দামে টিকিট বিক্রি হচ্ছে। ১৯৯৬ সালে ইডেনে শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনালের পর আজ বিশ্বকাপের ম্যাচ খেলবে ভারত।

কে জিতবে আজকের ম্যাচ- ভারত না দক্ষিণ আফ্রিকা? দক্ষিণ আফ্রিকা টানা সাত ম্যাচ না জিতলেও রোহিতদের কাছে আজকের ম্যাচের চ্যালেঞ্জটা অন্যরকম। প্রতি ম্যাচে প্রোটিয়া ব্যাটসম্যানেরা জ্বলে উঠছেন। সেঞ্চুরির পর সেঞ্চুরি। কোনোভাবেই তাদের ধরা যাচ্ছে না। অবশ্য ভারতীয় ব্যাটিং বা বোলিং লাইন কম যায় না। তিন পেসার বুমরাহ, সিরাজ ও সামি ভয়ংকর হয়ে উঠলেই দক্ষিণ আফ্রিকার বিপদ। সেমিফাইনালে কে কার বিপক্ষে খেলবে এখনো অনিশ্চিত। তার পরও আজকের ম্যাচকে অনেকে ফাইনালের ড্রেস রিহার্সেল বলছে। বিরাট কোহলির আজ আবার জন্মদিন। এমন শুভদিনে পারবেন কি তিনি ভক্তদের মন জয় করতে? নাকি কলকাতার ছেলে সামিই নায়ক হয়ে যাবেন।

 

 

 

সর্বশেষ খবর