রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

মোহনবাগানের আতিথেয়তায় ত্রুটি রাখবে না কিংস

ক্রীড়া প্রতিবেদক

এএফসি কাপের নিয়ম অনুযায়ী অ্যাওয়ে ম্যাচ খেলতে কমপক্ষে দুই দিন আগে দলকে গন্তব্যে পৌঁছাতে হয়। যে ভেন্যুতে খেলা হবে সেখানে অনুশীলন করার সুযোগ থাকবে। বসুন্ধরা কিংস দুই দিন আগেই ওড়িশায় পৌঁছাতে চেয়েছিল। ভিসা না মেলায় তা সম্ভব হয়নি। বিষয়টি লিখিতভাবে এএফসিকে জানিয়েছিল কিংস। শেষ পর্যন্ত কিংসের ভিসা মিললেও তাড়াহুড়া করে প্লেনে উঠতে হয়েছিল। ম্যাচের আগের দিন সন্ধ্যায় ওড়িশায় পৌঁছায় টিম কিংস। গিয়েই সংবাদ সম্মেলনে উপস্থিত হতে হয় কিংসের কোচ অস্কার ব্রুজোন ও অধিনায়ক রবসন রবিনহোকে। এজন্য অনুশীলনে নামতে পারেননি। অথচ ঢাকায় আসতে মোহনবাগানকে কোনোরকম ভোগান্তির শিকার হতে হচ্ছে না। আজ তাদের ঢাকা পৌঁছানোর কথা। হোটেল রিজেন্সিতে উঠবেন দলের খেলোয়াড়রা। মঙ্গলবার রাত ৮টায় কিংস অ্যারিনায় ম্যাচ। তার আগের দিন মোহনবাগান এখানেই অনুশীলন করবে। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘মোহনবাগানকে যতটুকু আতিথেয়তা দেওয়ার আমরা তা দেব। কোনো কিছুই ত্রুটি রাখব না।

সর্বশেষ খবর