সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে ফিরছেন মোরসালিন

ক্রীড়া প্রতিবেদক

শৃঙ্খলা ভঙের কারণে শেখ মোরসালিনসহ পাঁচ ফুটবলারকে সাময়িক নিষিদ্ধ করেছিল তাদের ক্লাব বসুন্ধরা কিংস। গোলরক্ষক আনিসুর রহমান জিকো ও ডিফেন্ডার তপু বর্মণের শাস্তি এখনো বজায় রয়েছে। জরিমানা শোধ করে মোরসালিন এখন মুক্ত। ২৪ অক্টোবর মোহনবাগানের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। আগামীকালও খেলবেন। শাস্তির কারণে জাতীয় দলের বাইরে ছিলেন মোরসালিন। মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে প্লে-অফের দুটি ম্যাচ খেলতে পারেননি। এখন জাতীয় দলেও ফিরছেন তরুণ এ তারকা। বাংলাদেশ এখন খেলবে বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে দ্বিতীয় পর্ব। প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে কাতার বিশ্বকাপে প্রি-কোয়ার্টার ফাইনালে খেলা অস্ট্রেলিয়াকে। সঙ্গে থাকছে লেবানন ও ফিলিস্তিন। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে এ আসর অনুষ্ঠিত হবে। ১৬ নভেম্বর মেলবোর্নে জামাল ভূঁইয়াদের প্রথম ম্যাচ স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে। সে দিনই জাতীয় দলের হয়ে খেলবেন মোরসালিন। অবশ্য তার আগে অনুশীলনে সন্তুষ্ট করতে হবে কোচ হাভিয়ের কাবরেরাকে। বাছাই পর্বের জন্য বাংলাদেশের ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন কাবরেরা। আজ থেকেই ক্যাম্প শুরু হওয়ার কথা। ২১ নভেম্বর সম্ভবত বসুন্ধরা কিংস অ্যারিনায় বাংলাদেশ গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলবে লেবাননের বিপক্ষে।

সর্বশেষ খবর