সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

পাকিস্তান যেভাবে সেমিফাইনালে যেতে পারে!

ক্রীড়া প্রতিবেদক

১৯৯২ সালে গ্রুপ পর্ব খেলেই পাকিস্তানের বিদায় নেওয়া অনেকটা সময়ের ব্যাপার ছিল। শেষ পর্যন্ত অবিশ্বাস্যভাবে সেমিফাইনালে উঠে যায় এবং অবিশ্বাস্যভাবে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ইমরান খানের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। এবার কি সেই সম্ভাবনা উঁকি দিচ্ছে বাবর আজমদের। শনিবার নিউজিল্য্যান্ডকে হারানোর পর কেউ কেউ ৯২ সালের সম্ভাবনার কথা বলছেন। প্রথমে ব্যাট করতে নেমে কিউরা ৪০১ রান তুলেছিল। মনে হচ্ছিল পাকিস্তানকে বিধ্বস্ত করবে তারা। না বৃষ্টি আইনে পাকিস্তান ২১ রানে জিতে যায়। আর এতেই সেমিতে খেলার সম্ভাবনা টিকে আছে। তবে তা কীভাবে? এখন শুধু নিজেরা জিতলেই চলবে না। অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে। ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দেশ এখন পর্যন্ত সেমিফাইনাল নিশ্চিত করেছে। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দুই দলের পয়েন্ট ৮। নেট রান রেটে চার নম্বরে নিউজিল্যান্ড। শনিবার জয়ের পর পাকিস্তানের পয়েন্টও ৮। পাকিস্তানের নেট রান রেট ভালো হয়েছে (০-৩৬) প্রশ্ন হলো তাহলে বাবর আজমরা শেষ চারে যাবে কীভাবে? শেষ ম্যাচে তাদের ইংল্যান্ডকে হারাতেই হবে। পয়েন্ট হবে ১০। এর আগে নিউজিল্যান্ডকে হারতে হবে শ্রীলঙ্কার কাছে। এক্ষেত্রেও নিশ্চিত নয়। কেননা আফগানদেরও সম্ভাবনা টিকে আছে।

সর্বশেষ খবর