মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

কিংস অ্যারিনার ইতিহাসে বড় ম্যাচ

বসুন্ধরা মোহনবাগান মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক

কিংস অ্যারিনার ইতিহাসে বড় ম্যাচ

আজ রাত ৮টায় নতুন এক ইতিহাস লিখবে কিংস অ্যারিনা। ভারতীয় ফুটবলে কোনো জায়ান্ট প্রথমবার কিংস অ্যারিনায় খেলবে। বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও ভারতখ্যাত মোহনবাগান মুখোমুখি হবে। ক্লাব পর্যায়ে এত বড় ম্যাচ এই প্রথম। এএফসি কাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা দেখা যাচ্ছে। তাই সহজভাবে যেন টিকিট পায়, সেই ব্যবস্থাও করেছে আয়োজক কিংস ম্যানেজমেন্ট। বসুন্ধরা শাখা স্যোশাল ইসলামী ব্যাংক ও একই এলাকায় সাউথ ইস্ট ব্যাংকে দর্শকরা টিকিট কিনতে পারবেন। এ ছাড়া আজ ম্যাচের দিন কিংস অ্যারিনায় টিকিট পাওয়া যাবে। এএফসি কাপে পরবর্তী রাউন্ডে যেতে আজকের ম্যাচের গুরুত্ব অনেক। মোহনবাগান ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। সমান ম্যাচে কিংসের সংগ্রহ ৪। ওড়িশা ও মাজিয়া ৩ পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে ওড়িশার অবস্থান তিনে। বেসে ফিরতে হলে ঘরের মাঠে কিংসকে জিততেই হবে। মোহনবাগান জিতে গেলে তাদের পথ অনেকটা পরিষ্কার। প্রশ্ন হচ্ছে আজ জিতবে কে? নাকি পয়েন্ট ভাগাভাগি হবে। এএফসি কাপে এর আগে মোহনবাগানের বিপক্ষে তিনবার মুখোমুখি হয়েছে কিংস। এবার অ্যাওয়ে ম্যাচে ২-২ ড্র, কলকাতায় হার ও মালেতে ড্র করেছিল বাংলাদেশ চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে কোনো ম্যাচ হারেনি কিংস। আজও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান রবসনরা। তা কি সম্ভব? বসুন্ধরা কিংস তো ওড়িশায় অ্যাওয়ে ম্যাচেই জিতে গিয়েছিল। ডরিয়েলটন, রাকিব, মিগেলফিগেরা সহজ সুযোগ হাতছাড়া করেছে। সেই বিষয়টি কোচ অস্কার ব্রুজোন শিষ্যদের মনে করিয়ে দিলেন। ‘ম্যাচটি আমাদের জন্য ফাইনাল। জিততে হলে সেরাটা দিতে হবে। সুযোগ কাজে লাগাতে হবে। রক্ষণভাগকেও সতর্ক থাকতে হবে।’ অধিনায়ক রবসন রবিনহো বলেন, ‘আমাদের জেতার সামর্থ্য রয়েছে। সেরাটা দিলে তা সম্ভব।’

বিটিসি কাপ খেলে যাওয়ার পর মোহনবাগান ৩১ বছর পর ঢাকায় এসেছে। সংবাদ সম্মেলনে অধিনায়ক শুভাশিষ রায় বলেন, ‘আমরা জিততেই এসেছি। তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ঘরের মাঠে কিংসও জ্বলে ওঠার চেষ্টা করবে।’

সর্বশেষ খবর