১ ক্যাচ/কট
ক্রিকেটে সবচেয়ে পরিচিত আউট ‘ক্যাচ বা কট’! বোলার বল করার পর ব্যাটারের ব্যাটে লেগে মাঠে পড়ার আগেই ফিল্ডার ধরে ফেললে ওই ব্যাটার আউট। আরও দুটি টার্ম আছে এক্ষেত্রে ‘কট বিহাইন্ড’ ও ‘কট অ্যান্ড বোল্ড’। ব্যাটে লেগে উইকেটকিপারের হাতে গেলে ‘কট বিহাইন্ড’ এবং বোলার বোলিং করে ফলথ্রুতে ক্যাচ ধরে আউট করলে ‘কট অ্যান্ড বোল্ড’।
২ বোল্ড
বোলারের ডেলিভারিতে বল যদি সরাসরি উইকেটে গিয়ে আঘাত করে এবং বেলস পড়ে যায় তাহলে ব্যাটার আউট। তবে ব্যাটে লেগে কিংবা শরীরের কোথায় লেগে গিয়ে স্ট্যাম্প ভেঙে গেলেও ব্যাটটার বোল্ড।
৩ লেগ বিফোর উইকেট (এলবিডব্লিউ)
বোলারের ডেলিভারিতে বল যদি ব্যাট কিংবা গ্লাভসে না লেগে সরাসরি শরীরের কোনো অংশে আঘাত করে এবং আম্পায়ারের যদি মনে হয় বল বাধা না পেলে স্ট্যাম্পে আঘাত করত তাহলে আউট দিতে পারেন। তবে আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হলে ব্যাটার রিভিউ নিতে পারেন। তখন টিভি আম্পায়ার ভিডিও দেখে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন।
৪ রান আউট
ব্যাটার যদি রান নেওয়ার সময় পপিং ক্রিজে পৌঁছার আগেই ফিল্ডাররা বল দিয়ে উইকেট ভেঙে দেন তাহলে আউট। এক্ষেত্রে অধিকাংশ সময় ফিল্ড আম্পায়ার সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়ে যান, তখন টিভি আম্পায়ারের সহযোগিতা নেন।
৫ স্ট্যাম্পড
অনেক সময় স্লো ডেলিভারিতে ব্যাটার পপিং ক্রিজ থেকে বের হয়ে গিয়ে ব্যাট চালান। যদি কোনো বল ব্যাটার মিস করেন এবং পপিং ক্রিজে পৌঁছার আগেই উইকেটকিপার বল ধরে স্ট্যাম্প ভেঙে দেন তাহলে ‘স্ট্যাম্পড’ হয়ে যাবেন।
৬ রিটায়ার্ড আউট
যখন কোনো ব্যাটার ফিল্ড আম্পায়ারের অনুমতি ছাড়াই ইনজুরি কিংবা অসুস্থতার কারণে মাঠ ছেড়ে চলে যাবেন তখন ‘রিটায়ার্ড আউট’। অনেকটা এমন যে, এক্ষেত্রে ব্যাটার নিজেকে নিজেই আউট ঘোষণা করে দিলেন। তবে রিটায়ার্ড হার্ড হলে পুনরায় ব্যাটিং করার সুযোগ পাবেন।
৭ হিট দ্য বল টোয়াইস
যদি ব্যাটসম্যান বলে একের অধিকবার আঘাত করেন তাহলে আউট। অর্থাৎ দ্বিতীয়বার বলে হিট করলেই ‘হিট দ্য বল টোয়াইস’। তবে টেস্ট ক্রিকেটে এই আউট নেই।
৮ হিট উইকেট
ব্যাটিং করার জন্য ব্যাটারের ব্যাট কিংবা শরীরের কোনো অংশ স্ট্যাম্পে লাগে তাহলে ‘হিট আউট’!
৯ অবস্ট্রাকটিং দ্য ফিল্ড
যদি ব্যাটার মাঠে ফিল্ডিং সাইডকে বাধা দেয় কিংবা বিভ্রান্ত করে তখন ওই ব্যাটসম্যানকে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ দেওয়া হয়। এখন পর্যন্ত ক্রিকেটে কেবল মাত্র একজন ক্রিকেটার ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হয়েছেন। ১৯৫১ সালে ইংলিশ ব্যাটসম্যান লেন হাটন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই আউটের শিকার হন।
১০ টাইমড আউট
একজন ব্যাটসম্যান আউট হওয়ার পর দ্বিতীয় ব্যাটসম্যান তিন মিনিটের মধ্যে মাঠে গিয়ে পরের বল খেলার জন্য প্রস্তুত হবেন। তা না হলে নতুন ব্যাটসম্যান ‘টাইমড আউট’। আবার বাইশগজে থাকা অপরাজিত কোনো ব্যাটসম্যান যদি কোনো বিরতির পর নির্ধারিত সময়ের মধ্যে পরের বল খেলার জন্য প্রস্তুত না হন তাহলে ‘টাইমড আউট’। তবে ২০২৩ বিশ্বকাপের বাইলজে এই সময়টা তিন মিনিটের পরিবর্তে দুই মিনিট করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে এই আউটের ঘটনা গতকাল প্রথমবারের মতো ঘটেছে। বাংলাদেশের বিরুদ্ধে ‘টাইমড আউট’ হয়েছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুস।