বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
নারী ওয়ানডে সিরিজ

পাকিস্তানকে হারাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানকে হারাল বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে টি-২০ সিরিজ জিতে নিয়েছেন বাংলাদেশের মেয়েরা। দুর্ভাগ্যক্রমে হোয়াইটওয়াশ করতে পারেননি। ওয়ানডে সিরিজেও দারুণ খেলছেন নিগার সুলতানার দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে প্রথমটি হেরে যায় বাংলাদেশ। গতকাল দ্বিতীয় ম্যাচে জয় পেয়ে সমতায় ফিরে। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ১৭০ রানের মামুলি টার্গেট দিয়েছিল। মনে হচ্ছিল সহজ জয়ে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করে ফেলবে পাকিস্তান। কিন্তু দুরন্ত বোলিংয়ে সফরকারীদের ১৬৯ রানে অলআউট করে দেয়। খেলা সুপার ওভারে গড়ালে শেষ বলে নাটকীয় জয় পেয়ে যায় বাংলাদেশ।

সুপার ওভারে এক বাউন্ডারিতে ২ উইকেট হারিয়ে পাকিস্তান ৭ রান সংগ্রহ করে। জবাবে ৪ বলে ৬ রান করে ফেলে বাংলাদেশ। পঞ্চম বলে মোরহানা মুস্তারির উইকেট হারানোর কারণে শেষ বলে প্রয়োজন ছিল ২ রান। ওই বলে নিগার সুলতানার দুর্দান্ত চারে বাংলাদেশ জিতে যায়। ফলে সিরিজ দাঁড়ায় ১-১। এর আগে ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিল পাকিস্তান। বিনা উইকেটে ৪১ রান সংগ্রহ করে। এরপর ৭ উইকেটে ১৫৩। পরের ৩ ওভারের মধ্যেই নিদাদাররা দল অলআউট হয়ে যান। এর আগে মুর্শিদা খাতুন ব্যাট করতে নেমে ১৮ বলে ১২ রান করে আউট হলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সোবহানা মোস্তারি ৩৫ বলে ১৬। ফারজানা ৮৮ বল খেলে ৪০ রান করেন। এরপর ব্যাটাররা সুবিধা করতে পারেননি।

সর্বশেষ খবর