শিরোনাম
বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

স্টোকসের সেঞ্চুরিতে স্বরূপে ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

স্টোকসের সেঞ্চুরিতে স্বরূপে ইংল্যান্ড

সেঞ্চুরির পর সতীর্থ ক্রিস ওকস অভিনন্দন জানালেন বেন স্টোকসকে। এবারের বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করলেন স্টোকস ছবি : এএফপি

এবারের বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কোনো ক্রিকেটারই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। একের পর এক ম্যাচ হেরে দলটির স্থান হয়েছিল বিশ্বকাপের নিচের তলায়। গতকালের আগে কেবল বাংলাদেশের বিপক্ষেই জয় পেয়েছে তারা। তিন শর বেশি ইনিংস তারা বাংলাদেশের বিপক্ষেই করেছিল। অবশেষে তারা স্বরূপে ফিরেছে। গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে দারুণ খেলা উপহার দিয়েছেন ইংলিশ ক্রিকেটাররা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ডাচ্ বোলারদের সামলে ৯ উইকেটে ৩৩৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ম্যাচে সেঞ্চুরি করেন বেন স্টোকস।

গত বিশ্বকাপে ইংল্যান্ডের শিরোপা জয়ের নায়ক ছিলেন বেন স্টোকস। তবে এবারের বিশ্বকাপে তিনি মোটেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এতদিন। আগের সাত ম্যাচে কেবল একটাই হাফ সেঞ্চুরি করেছেন। গতকাল দারুণ একটা ইনিংস খেললেন। মাত্র ৮৪ বলেই করেন ১০৮ রান। ৬টি চার ছাড়াও ৬টি ছক্কা হাঁকান বেন স্টোকস। ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি করলেন তিনি। কেবল বেন স্টোকসই নন, ডেভিড মালানও দুর্দান্ত খেলেছেন গতকাল। তিনি ৭৪ বলে ১০টি চার ও ২টি ছক্কার মারে করেন ৮৭ রান। এ ছাড়া ক্রিস ওকস ৪৫ বলে ৫১ রান করেন ৫টি চার ও ১টি ছক্কার মারে। নেদারল্যান্ডসের পক্ষে বাস ডি লিড সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে ১৭৯ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। ১৬০ রানের জয়ে পয়েন্ট তালিকার সাত নম্বরে ওঠে এসেছে ইংল্যান্ড। নেদারল্যান্ডসের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন তেজা। ইংল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নেন মঈন ও আদিল রশিদ। এ জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখল ইংল্যান্ড।

 

সর্বশেষ খবর