বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

মুখোমুখি নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক

মুখোমুখি নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকার পর অস্ট্রেলিয়াও সেমিফাইনাল নিশ্চিত করেছে। শীর্ষ চারের চতুর্থ স্থানের জন্য লড়াই করছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান। অন্য দলগুলোর বিদায় নিশ্চিত। তবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঠাঁই পাওয়ার জন্য লড়াই করছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও ইংল্যান্ড। বিশ্বকাপের গ্রুপ পর্বে পয়েন্ট তালিকায় শীর্ষ আটে থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্থান মিলবে। আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্থান পাওয়ার লড়াইয়ে নামছে শ্রীলঙ্কা। তারা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। এ ম্যাচ জিতলে নিউজিল্যান্ডেরও নিশ্চিত হতে পারে সেমিফাইনাল। ৮ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড চার নম্বরে আছে। তবে সমান পয়েন্ট রয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের। নিউজিল্যান্ড হারলে তাদের গ্রুপ পর্ব খেলেই বিদায় নিতে হতে পারে। অন্যদিকে শ্রীলঙ্কা ৪ পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে। আজ জিতলে তারা সাত নম্বরে উঠবে। সেক্ষেত্রে নিশ্চিত হতে পারে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। আজকের লড়াইয়ে নিউজিল্যান্ডই ফেবারিট হিসেবে খেলতে নামবে। এবারের বিশ্বকাপে তারা বেশ ভালো পারফর্ম করছে। বৃষ্টি আইনে পাকিস্তানের কাছে না হারলে এতদিনে তাদের সেমিফাইনালও নিশ্চিত হতে পারত!

 

সর্বশেষ খবর