শিরোনাম
বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ব্যাটিংয়ে গিল, বোলিংয়ে শীর্ষে সিরাজ

ক্রীড়া প্রতিবেদক

অনেক দিন ধরেই আইসিসির ব্যক্তিগত র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিলেন ভারতের শুভমন গিল। অবশেষে বাবরকে টপকে শীর্ষে উঠে এলেন গিল। বোলারদের তালিকাতেও রদবদল হয়েছে। পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদিকে পেছনে ফেলে ১ নম্বর স্থান দখল করেছেন ভারতের মোহাম্মদ সিরাজ। গতকাল প্রকাশিত নতুন তালিকায় গিলের পয়েন্ট বেড়ে হয়েছে ৮৩০। বিশ্বকাপে কয়েক ম্যাচে ভালো খেলেছেন তিনি। তাই তার পয়েন্ট বেড়েছে। কিন্তু বাবরের ব্যাট সেভাবে চলেনি। ৮২৪ পয়েন্ট নিয়ে পাকিস্তান অধিনায়ক এখন দ্বিতীয় স্থানে। তিন নম্বরে চলতি বিশ্বকাপে চারটি শতরান করা দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডিকক। তার পয়েন্ট ৭৭১। ৭৭০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বিরাট কোহলি। কিছুদিন আগেই বোলারদের তালিকায় শীর্ষে ছিলেন শাহিন আফ্রিদি। তার জায়গা দখল করেছেন সিরাজ। পয়েন্ট ৭০৯। ৬৯৪ পয়েন্টে নিয়ে দ্বিতীয় দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ।

 

 

সর্বশেষ খবর