শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

এবার জামালদের অস্ট্রেলিয়া পরীক্ষা

ক্রীড়া প্রতিবেদক

এবার জামালদের অস্ট্রেলিয়া পরীক্ষা

দুই বিশ্বকাপে বাংলাদেশ দুই খেলায় লড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ১১ নভেম্বর ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে শান্তরা লড়বেন ম্যাক্সওয়েলদের সঙ্গে। অন্যদিকে ১৬ নভেম্বর মেলবোর্নে জামালদের অস্ট্রেলিয়া পরীক্ষা। একই মাসে দুই দেশের ক্রিকেট ও ফুটবলে বিশ্বকাপের লড়াই। তবে পার্থক্য অনেক। ক্রিকেট হচ্ছে আসল বিশ্বকাপের। ফুটবলে বাছাই পর্ব। এবার ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অবস্থা খুবই নাজুক। আট ম্যাচ খেলে মাত্র দুই জয় পেয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি হবে এবারের বিশ্বকাপে বাংলাদেশের শেষ খেলা। ম্যাচে অস্ট্রেলিয়া ফেবারিট হলেও শান্তরা শেষটা জয় পেতে মরিয়া হয়ে লড়বেন। ওয়ানডে, টেস্ট বা টি-২০ ফরম্যাটে অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব রয়েছে।

২০০৯ সালের পর বাংলাদেশ সেমিফাইনাল খেলেছে। ২০ বছর পর মালদ্বীপকে হারানোটাও বড় ব্যাপার। ভুটানকেও পরাজিত করেছে বাংলাদেশ। গ্রুপ ম্যাচে লেবানন ও সেমিফাইনালে কুয়েতের কাছে হারলেও মাঠে মুগ্ধতা ছড়িয়েছেন লাল-সবুজের জার্সিধারীরা।

ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। ফুটবল বিশ্বকাপে তাদের সেমিফাইনাল খেলাটা স্বপ্নই বলা যায়। বড় প্রাপ্তি বলতে দুবার নকআউট পর্বে খেলা। তার পরও মেলবোর্নে ১৬ নভেম্বর জয় নয়, অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করাটা হবে বাংলাদেশের ফুটবল ইতিহাসে বড় প্রাপ্তি। আগের চেয়ে দেশের ফুটবলে কিঞ্চিত হলেও পরিবর্তন এসেছে তা বলতেই হবে। সাম্প্রতিককালে ফিফাস্বীকৃত আন্তর্জাতিক দুই প্রীতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ড্র এবং বিশ্বকাপ বাছাইয়ে প্লে অফ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জয় তা-ই বলে। সাফ চ্যাম্পিয়নশিপেও কিছুটা হলেও হতাশা কেটেছে। ২০০৯ সালের পর বাংলাদেশ সেমিফাইনাল খেলেছে। ২০ বছর পর মালদ্বীপকে হারানোটাও বড় ব্যাপার। ভুটানকেও পরাজিত করেছে বাংলাদেশ। গ্রুপ ম্যাচে লেবানন ও সেমিফাইনালে কুয়েতের কাছে হারলেও মাঠে মুগ্ধতা ছড়িয়েছেন লাল-সবুজের জার্সিধারীরা। এর মধ্যে আবার মোহনবাগানের বিপক্ষে বসুন্ধরা কিংসের ২-১ গোলে জয়টাও পরিবর্তনের আভাস দেয়।

যাক, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে সুর মিলিয়ে যদি বলি, ফুটবলে মানের অগ্রগতি ঘটেছে তাহলে কি মেলবোর্নে চমক দেওয়ার মতো কিছু ঘটবে? অস্ট্রেলিয়া যাওয়ার আগে গতকাল বসুন্ধরা কিংস অ্যারিনায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া। সেখানে প্রথম প্রশ্নটাই ছিল- অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রত্যাশা কী? জবাব দিতে গিয়ে কোচ ও অধিনায়ক কিছুটা নার্ভাস হয়ে যান। পরে অবশ্য কোচ বলেছেন, মেলবোর্নের ম্যাচ আমাদের অনেক কিছুই দিতে পারে। তবে হাভিয়ের কাবরেরা বা জামাল ভুলেও ‘জয়’ শব্দটা উচ্চারণ করেননি। শুধু বলেছেন, অস্ট্রেলিয়ার মাটিতে ভালো কিছু করতে পারলে তা হবে গর্বের। ভালো খেলাটাই ইতিবাচক।

সর্বশেষ খবর