শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

চ্যাম্পিয়ন্স লিগে নকআউটে রিয়াল-বায়ার্ন

ক্রীড়া ডেস্ক

হাতে দুই ম্যাচ বাকি রেখেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। অনন্য এক রেকর্ডও গড়েছে তারা। প্রথম ক্লাব হিসেবে টানা ২৭ মৌসুমে নকআউট পর্বে খেলছে তারা। বুধবার ৩-০ গোলে হারায় পর্তুগিজ ক্লাব বারগাকে। পরের ম্যাচে নেপোলির বিপক্ষে ১ পয়েন্ট পেলেও নক আউট পর্ব নিশ্চিত হতো তাদের। তাই দুর্বল প্রতিপক্ষ বারগাকের বিপক্ষে খুব একটা চাপ নিতে চাননি মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। শুরুর একাদশে নিয়মিত কয়েকজনকে সাইড বেঞ্চে বসিয়ে রাখেন। তার পরও ১৪ বার চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ীরা সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে। চার ম্যাচ ১২ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে রিয়াল।

শুরুর দিকে বারগাকে কিছুটা গুছিয়ে খেললেও পরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রিয়াল পাল্টা আক্রমণ শুরু করলে প্রতিপক্ষরা দিশাহারা হয়ে পড়ে। ২৭ মিনিটেই এগিয়ে যায় স্প্যানিশ ক্লাব জায়ান্ট। গোল করেন দিয়াজ। তারপর থেকে বারগার খেলোয়াড়দের অসহায় ছাপ ফুটে ওঠে। তবে প্রথমার্ধে আর গোল হয়নি।

৫৮ মিনিটে ভিনিসিয়ুসের কল্যাণে ব্যবধান ২-০ হয়। তিন মিনিট পর রদ্রিগো গোল করলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। শেষ ষোলো নিশ্চিত করেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখও। শেষের দিকে ২-১ গোলে হারায় সারেকে। যেখানে তিন গোলই হয় শেষের দিকে। হ্যারি কেইন জোড়া গোল করলেও প্রতিপক্ষরা ১টি শোধ করে।

 

 

সর্বশেষ খবর