রবিবার, ১২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

সেমিফাইনালের আগে ভারতের ‘ওয়ার্ম আপ’

ক্রীড়া প্রতিবেদক

সেমিফাইনালের আগে ভারতের ‘ওয়ার্ম আপ’

আট ম্যাচে টানা ৮ জয়ে বিশ্বকাপের পয়েন্ট তালিকার সবার ওপরে রোহিত শর্মার ভারত। শীর্ষে থেকে সেমিফাইনাল খেলবে রোহিত বাহিনী। ১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে খেলবে স্বাগতিকরা। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। যদি পাকিস্তান ইংল্যান্ডকে হারায়, তাহলেও রান রেটে এগিয়ে নিউজিল্যান্ড। ২০১৯ সালে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত। ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে সেমিফাইনালের ওয়ার্ম আপ ম্যাচ হিসেবে আজ বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে স্বাগতিক দল। ম্যাচটি রোহিত শর্মা, বিরাট কোহলি, মোহাম্মদ শামিদের জন্য আনুষ্ঠানিকতা। এই ম্যাচের হার-জিত ভারতের শীর্ষস্থানের ওপর কোনো প্রভাব ফেলবে না। তবে ভারতের হার আবার নেদারল্যান্ডসের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার রাস্তা উন্মুক্ত করে দেবে। ইউরোপীয় দলটির জয় হবে তখন ৩টি। তিন জয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে পেছনে ফেলবে ডাচ বাহিনী। বাংলাদেশ গতকাল হেরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে। হারলেও রান রেটে এগিয়ে আছে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা থেকে। ‘দ্বীপরাষ্ট্র’ ৯ ম্যাচে দুই জয় পেলেও -১.৪১৯ রান রেটে ৯ নম্বরে। ডাচ বাহিনী ৮ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট হলেও রান রেট -১.৬৩৫। বাংলাদেশের রান রেট -১-০৮৭। পাকিস্তানকে হারালে ইংল্যান্ডের পয়েন্ট হবে ৬। তখন বর্তমান চ্যাম্পিয়নরা সরাসরি খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফি। হারলেও সুযোগ থাকবে, এ জন্য আজ নেদারল্যান্ডসকে হারতে হবে ভারতের কাছে। সব মিলিয়ে ভারতের জন্য ডাচ বাহিনীর বিরুদ্ধে আজকের ম্যাচটি ওয়ার্ম আপ ম্যাচ। নেদারল্যান্ডসের জন্য বিশ্বকাপের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য জীবনবাজির ম্যাচ।

 

সর্বশেষ খবর