রবিবার, ১২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

‘টাইমড আউট’ এমসিসির বিবৃতি

ক্রীড়া প্রতিবেদক

‘টাইমড আউট’ এমসিসির বিবৃতি

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে ইতিহাসই গড়েছে বাংলাদেশ। ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো কোনো ব্যাটারকে টাইমড আউট করেছে টাইগাররা। শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস সময়মতো উইকেটে না আসায় তাকে টাইমড আউটের আবেদন জানান সাকিব আল হাসান। আম্পায়ার তার আবেদনে সাড়া দিয়ে ম্যাথুসকে আউট দেন। ম্যাথুস এই আউট নিয়ে বেশ কড়া মন্তব্য করেন। ক্রিকেট সভ্যতা ভুলে ম্যাচ শেষে এমনকি প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাতেও রাজি হননি তিনি। অনেকে সাকিবের পক্ষেও কথা বলেছেন। এবার ক্রিকেট আইন প্রণয়নকারী সংস্থা মেলবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) এই আউট নিয়ে ব্যাখ্যা দিয়েছে। ক্রিকেটের আইনের ৪০.১.১ ধারায় টাইমড আউটের বিষয়ে লেখা রয়েছে। এই ধারায় আছে, উইকেট পতনের পর কিংবা ব্যাটসম্যান অবসর নেওয়ার পর মাঠে আসা ব্যাটসম্যানকে কিংবা অন্য ব্যাটসম্যানকে পরের বলটা খেলার জন্য ৩ মিনিটের মধ্যে প্রস্তুতি সারতে হবে। এই শর্ত পূরণ না হলে মাঠে আসা ব্যাটসম্যান আউট হবেন, টাইমড আউট। এমসিসি বলছে, বিশ্বকাপের ম্যাচটি আইসিসি আন্তর্জাতিক প্লেয়িং কন্ডিশনের অধীনে অনুষ্ঠিত হয়েছে। এসব ক্ষেত্রে এমসিসির আইনের ওপর আইসিসির প্লেয়িং কন্ডিশন প্রাধান্য পাবে। আইসিসির প্লেয়িং কন্ডিশনে ২ মিনিটের মধ্যে পরবর্তী বল খেলতে প্রস্তুত হওয়ার কথা বলা হয়েছে। এমসিসি বলেছে, নির্ধারিত ২ মিনিট সময়ের মধ্যে আম্পায়ারকে হেলমেটের সমস্যাটি জানালে পরিস্থিতি ভিন্ন হতে পারত। আম্পায়ার সময় দিলে আর আউট হতো না। আম্পায়ারকে বিষয়টি না জানানোতেই আউটের শিকার হতে হয়েছে ম্যাথুসকে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর