মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না নারী ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক

পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না নারী ক্রিকেটাররা

ফাইনাল খেলেছেন তিনবার। অথচ এখন পর্যন্ত এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হতে পারেননি সাকিব, মুশফিকরা। নারী ক্রিকেটাররা বরং এগিয়ে। শক্তিশালী ভারতকে ফাইনালে হারিয়ে এশিয়া কাপে শিরোপা জিতেছেন সালমা খাতুনরা। সত্যি বলতে কি, তুলনামূলক কম সুযোগের মধ্যেও দেশের নারী ক্রিকেটাররা ভালোই পারফরম্যান্স শো করে চলেছেন। বিশ্বকাপে সাকিবরা যেখানে হতাশা ছাড়া কিছুই দিতে পারেননি, একই সময়ে পাকিস্তানকে টি-২০, সেই সঙ্গে ওয়ানডে সিরিজেও পরাজিত করেছেন নিগাররা। সেই নারী ক্রিকেটাররা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না, এমন খবরে বিস্মিত দেশের ক্রিকেটপ্রেমীরা। পাঁচ মাস কেটে গেলেও মিলছে না বেতন! গত জুনে নিগার সুলতানাদের ২০ শতাংশ বেতন বাড়ানোর ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এখন বাড়তি তো দূরের কথা, আসলটাই পাওয়া যাচ্ছে না। এ নিয়ে অনেক নারী ক্রিকেটারই ক্ষুব্ধ। কিন্তু বিপদের কথা চিন্তা করে কেউ নাম প্রকাশ করতে চান না।

কী কারণে বেতন বকেয়া পড়ে আছে, তাও জানেন না ক্রিকেটাররা। বিষয়টি কেন গোপন থাকছে না, এ নিয়েও নাকি ক্ষুব্ধ বোর্ডের বেশ কজন পরিচালক। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর কথা- ‘এখানে অন্য কোনো ইস্যু নেই। আমাদের তালিকা (কেন্দ্রীয় চুক্তি) চূড়ান্ত করার কাজ একটু বাকি ছিল। হয়তো খুব শিগগিরই বেতন পেয়ে যাবে।’ হয়তো মানে অনিশ্চিত। প্রশ্ন হচ্ছে, মেয়েরা তাহলে বেতন পাবেন কবে? জুনে সভাপতির ঘোষণার পরও কচ্ছপ গতিতে কাজের অগ্রগতি কেন?

সর্বশেষ খবর