বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

এবার দক্ষিণ আফ্রিকার দুঃখ ঘুচবে কী?

পুরো কলকাতা খইয়ের মতো ফুটছে! আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে রোহিত শর্মার ভারত মুখোমুখি হচ্ছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের। ম্যাচটিকে ঘিরে শুধু কলকাতা নয়, পুরো ভারত এখন ক্রিকেট জ্বরে পুড়ছে। ভারত দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন। নিউজিল্যান্ড টানা দ্বিতীয়বার বিশ্বকাপের রানার্সআপ। ম্যাচটি যখন বিশ্বকাপের সব ফোকাস টেনে নিয়েছে, তখন ‘নন্দনকানন’ ইডেনের একটু ধীরলয়ের উইকেটে প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দেওয়ার ছক কষছে টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা ও প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। আগামীকাল বিশ্বকাপের ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। তাসমান সাগর পাড়ের দেশ অস্ট্রেলিয়া খেলবে ষষ্ঠ শিরোপা জিততে। ভারত মহাসাগর পাড়ের দেশ দক্ষিণ আফ্রিকার টার্গেট ফাইনাল। ‘চোকার্স’ খ্যাত দক্ষিণ আফ্রিকা চারবার সেমিফাইনাল খেলেছে। কিন্তু সেমির ব্যারিয়ার টপকে একবারও ফাইনাল খেলেনি। এবার পারবে কি সব ব্যর্থতাকে ভারত মহাসাগরে ভাসিয়ে ফাইনাল খেলতে? ছন্দে থাকা কুইন্টন ডি কক, মার্কো জেনসেন, ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, কোয়েটজেদের অনুশীলন দেখে মনে হয়েছে ফাইনাল খেলতে ভীষণ আত্মবিশ্বাসী প্রোটিয়ারা।

আফগানিস্তান ম্যাচে মাসলপুল করেছিল প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমার। দ্বিতীয় সেমিফাইনাল খেলা পুরোপুরি নিশ্চিত নয় প্রোটিয়া অধিনায়কের। তার পরিবর্তে রিজা হেনড্রিক্স প্রস্তুত। গতকাল অনুশীলনে লম্বা লম্বা ছক্কা হাঁকিয়েছেন হেনড্রিক্স। তবে প্রোটিয়াদের মূল ভরসা ওপেনার ডি কক। বাঁ হাতি ওপেনার এর মধ্যে ৯ ম্যাচে ৪ সেঞ্চুরিসহ ৫৯১ রান করেছেন। এবারের বিশ্বকাপই ডি ককের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। তাই তিনি নিজে এবং টিমমেটরাও চাইছেন বিশ্বকাপ জিততে। ডি কক ছাড়া ছন্দে রয়েছেন মার্করাম, জেনসেন, ভ্যান ডার ডুসেনরা। ডুসেন রান করেছেন ৪৪২, মার্করাম রান করেছেন ৩৯৬। ব্যাটিংয়ের মতো বোলিংয়েও পিছিয়ে নেই দলটি। কাগিসো রাবাদা থাকার পরও দুই পেসার মার্কো জেনসেন ১৯ ও কোয়েটজে ১৭ উইকেট নিয়েছেন। তবে ইডেনে বাজিমাতে করতে পারেন বাঁ হাতি স্পিনার কেশব মহারাজ। ভারতীয় বংশোদ্ভূত স্পিনার অস্ট্রেলিয়া ম্যাচে ট্রামকার্ড হতেই পারেন। নিষেধাজ্ঞা কাটিয়ে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে ১৯৯১ সালে। দলটির ফেরার ম্যাচ ছিল এই কলকাতাতেই ম্যাচটি হেরেছিল।

সর্বশেষ খবর