বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশ-ভারতের হোম ম্যাচ টি স্পোর্টসে

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ-ভারতের হোম ম্যাচ টি স্পোর্টসে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী দুই আসরের সম্প্রচার স্বত্ব কিনেছে টি স্পোর্টস কনসোর্টিয়াম। টিভি পর্দায় টি স্পোর্টসের পাশাপাশি টি স্পোর্টস অ্যাপেও দেখা যাবে বিপিএল। এ ছাড়া ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের সব হোম সিরিজের স্বত্ব কিনেছে টি স্পোর্টস কনসোর্টিয়াম। ম্যাচগুলো দেখা যাবে টি স্পোর্টস অ্যাপেও। ২০২৮ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের সব হোম সিরিজের স্বত্ব কিনেছে টি স্পোর্টস।

টি স্পোর্টসের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বলেন, ‘ইন্ডিয়ার হোম সিরিজের স্বত্ত্ব কেনার বড় কারণই হলো, আগামী বছর সেখানে বাংলাদেশ দল যাবে ২ ম্যাচের টেস্ট ও ৩ টি টোয়েন্টি খেলতে। আমরা চেয়েছি বাংলাদেশের দর্শকদের নিশ্চয়তা দিতে সিরিজটি টি স্পোর্টসে দেখা যাবে। একই সঙ্গে নতুন এফটিপিতে ইন্ডিয়া নিজেদের মাটিতে ৮৮ ম্যাচ  খেলবে।’

সর্বশেষ খবর