বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

চাপ সামলাতে হবে বিশ্বনাথদের

ক্রীড়া প্রতিবেদক

চাপ সামলাতে হবে বিশ্বনাথদের

ফুটবল ১১ জনের খেলা। এখানে সবাইকে ভালো বা সেরাটা দিতে হবে। তবে অনেক সময় ম্যাচে প্রতিপক্ষ বুঝে বিশেষ পজিশনে গুরুত্ব দিতে হবে। আগামীকাল মেলবোর্নে বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে। প্রতিপক্ষ যদি সাফসেরা ভারত হতো, তাহলে বলা যেত ম্যাচে কী হবে। বাংলাদেশ না ভারত জিতবে? নাকি ড্র হবে? অস্ট্রেলিয়া বলেই মেলবোর্নের ম্যাচ ঘিরে প্রশ্ন তোলাটা হাস্যকর। ফিফা র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে আছে বলে নয়। কেননা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলও অনেক সময় দুর্বলদের কাছে হেরে যায়।

সেই অস্ট্রেলিয়া আগামীকাল ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলবে। যতই বলি না কেন সাম্প্রতিককালে জাতীয় দলের উন্নয়ন ঘটেছে। বাস্তবে অস্ট্রেলিয়াকে হারানো দূরের কথা, জামালদের ড্র করাও সম্ভব নয়। ব্যতিক্রম যদি ঘটে তা ফুটবল ইতিহাসে বাংলাদেশের সেরা প্রাপ্তি হবে। আগের দুই ম্যাচে ঢাকায় ০-৪ ও পার্থে ৫-০ গোলে জিতেছিল অস্ট্রেলিয়া। এবারও বড় ব্যবধানে জেতার চেষ্টা করবে স্বাগতিকরা। এ ধরনের শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে চাপটা বেশি পড়ে রক্ষণভাগের ওপর। অর্থাৎ মেলবোর্নে চাপে থাকবেন বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী ও ঈসা ফয়সালরা। গোলরক্ষক মিতুল মারমাও কম চাপে থাকবেন না। অস্ট্রেলিয়ার আক্রমণ সামাল দিতে না পারলে গোলের সংখ্যা বেড়ে যাবে। বিশ্বনাথ অবশ্য অন্য কথা বলেছেন, ‘অস্ট্রেলিয়া কি শুধু আক্রমণ চালাবে? আমরা কি গোল করার চেষ্টা করব না! এখানে শতভাগ দিয়েই খেলতে হবে। আর চাপ দৃঢ়তার সঙ্গে রুখে দেব আশা করি।’

সর্বশেষ খবর