শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

একই দিনে হারল আর্জেন্টিনা ব্রাজিল

আর্জেন্টিনাকে হারিয়ে উরুগুয়ের উল্লাস

ক্রীড়া ডেস্ক

একই দিনে হারল আর্জেন্টিনা ব্রাজিল

ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে ল্যাটিন আমেরিকা অঞ্চলে ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা পরাজিত হয়েছে। গতকাল ব্রাজিল ২-১ গোলে হেরেছে কলম্বিয়ার কাছে। অন্যদিকে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছে উরুগুয়ে।

গতকাল বুয়েন্স আয়ার্সের লা বোমবোনেরা স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারায় উরুগুয়ে। ম্যাচে উরুগুয়ের পক্ষে একটি করে গোল করেন রোনাল্ড আরাওহো ও ডারউইন নুনেজ। লিওনেল মেসি ছাড়াও ম্যাচে খেলেছেন আলভারেজ, ফার্নান্দেজ ম্যাক অ্যালিস্টাররা। তবে কেউই উরুগুয়ের ডিফেন্স ভাঙতে পারেননি। অন্যদিকে কলম্বিয়ার মাঠে ম্যাচের চতুর্থ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেলির গোলে এগিয়ে যায় ব্রাজিল। তবে লুইস ডিয়াজ ৭৫ ও ৭৯ মিনিটে দুই গোল করে কলম্বিয়াকে জয় উপহার দেন। ম্যাচে নেইমার খেলেননি। রদ্রিগো, ভিনিসাস জুনিয়ররা ম্যাচে দলকে জয় উপহার দিতে পারেননি। ল্যাটিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এ ছাড়া গতকাল জয় পেয়েছে বলিভিয়া। তারা ২-০ গোলে হারিয়েছে পেরুকে। বলিভিয়ার পক্ষে একটি করে গোল করেন হেনরি ভাকা ও র‌্যামিরো ভাকা। গোলশূন্য ড্র করেছে ভেনিজুয়েলা-ইকুয়েডর এবং চিলি-প্যারাগুয়ে। পয়েন্ট তালিকায় ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে উরুগুয়ে। কলম্বিয়া ৯ পয়েন্ট নিয়ে তিনে এবং ভেনিজুয়েলা ৮ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে। ব্রাজিল আছে পাঁচ নম্বরে। ইকুয়েডর ছয়, প্যারাগুয়ে সাত ও চিলি আট নম্বরে আছে। ল্যাটিন অঞ্চল থেকে সরাসরি ছয়টি দল চূড়ান্ত পর্বে খেলবে। এ ছাড়া প্লে-অফের বাধা পেরিয়ে আরও একটি দল বিশ্বকাপ খেলার সুযোগ পাবে।

 

সর্বশেষ খবর