রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
রবি শাস্ত্রী বললেন

ফাইনালে পার্থক্য গড়ে দেবে প্রথম ১০ ওভার

ক্রীড়া প্রতিবেদক

ফাইনালে পার্থক্য গড়ে দেবে প্রথম ১০ ওভার

আজকের ফাইনাল ঘিরে নানা বিশ্লেষণ চলছে। ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার, কোচ ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী বলেছেন, যোগ্য দুই দলই ফাইনালে উঠেছে। ভারত সেমিফাইনালসহ টানা ১০ ম্যাচ জিতলেও ফাইনালের চেহারা থাকবে অন্যরকম। এখানে কেউ ফেবারিট নয়। টেনশনের ম্যাচে উভয় দেশই চাপে থাকবে।

আজকের শিরোপা নির্ধারণী ম্যাচে শুরুর ১০ ওভার পার্থক্য গড়ে দিতে পারে। এমনই মন্তব্য করেছেন শাস্ত্রী। তিনি বলেন, চলতি বিশ্বকাপে রোহিত শর্মা ও শুভমন গিল শুরুটা দুর্দান্ত করেছে। বলা যায়, তাদের গতিই ভারতকে বড় রান সংগ্রহের পথ দেখিয়েছে। আজ ফাইনালেও তারা যদি বড় স্কোর গড়ে তাহলে পরবর্তী ব্যাটারদের ওপর চাপ অনেকটা কমে যাবে। ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিশেল মার্শও বিপজ্জনক।

প্রথমে ‘যে দলই ব্যাটিং করুক শুরুর ১০ ওভারে যদি ৮০ বা ৯০ করতে পারে তাহলে ৩৫০ বা আরও বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। আমি বলব এখানে উইকেট কোনো ফ্যাক্টর নয়।’

সর্বশেষ খবর