রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

দারুণ এক ফাইনালের অপেক্ষায় রোহিত

ক্রীড়া প্রতিবেদক, আহমেদাবাদ থেকে

দারুণ এক ফাইনালের অপেক্ষায় রোহিত

সেমিফাইনালে নিউজিল্যান্ড ম্যাচের আগে ভারত নিজের ইচ্ছায় ওয়াংখেড়ের উইকেট পাল্টে নিয়েছে। আইসিসি বরাবর অভিযোগ করেছিলেন আইসিসির চিফ কিউরেটর টেটলি। এ নিয়ে ভীষণ জল ঘোলা হয়েছিল। তবে ধূপে টেকেনি সে সব। দুর্দান্ত ক্রিকেট খেলে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ২০১১ সালের পর ফের বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল। ২০০৩ সালের বিশ্বকাপের প্রতিশোধের মিশন বলছে অনেকেই। কিন্তু ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা সে পথে হাঁটতে রাজি নন। ভারতীয় অধিনায়ক মনে করেন এটা আলাদা ম্যাচ, ‘আমাদের মাথায় আছে ম্যাচটির কথা। কিন্তু মনে রাখতে হবে, এটা আরেকটি বিশ্বকাপ, আরেকটি ফাইনাল। আমাদের ভাবনায় শুধু এই ম্যাচ।’ শুরু থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে ভারত। টানা ৯ জয়ে সেমিফাইনালে উঠেছে। টানা জয়ের দৌড়ে আজকের ফাইনালের প্রতিপক্ষ অস্ট্রেলিয়াও ছিল।

সর্বশেষ খবর