রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতে মরিয়া কামিন্স

ক্রীড়া প্রতিবেদক, আহমেদাবাদ থেকে

বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতে মরিয়া কামিন্স

অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ, রিকি পন্টিং ও মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ান ক্রিকেটে ইতিহাসের এক একজন কিংবদন্তি ক্রিকেটার। চারজনই বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক। চার গ্রেট অধিনায়কের উত্তরসূরি হওয়ার রাস্তায় উঠে এসেছেন প্যাট কামিন্স। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতকে আজ ফাইনালে হারালেই অস্ট্রেলিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়কদের ‘রোল অব অনার্স’ বোর্ডে নাম লেখাবেন কামিন্স। রোহিত শর্মার ভারতকে হারিয়ে বিশ্বকাপ ট্রফি আকাশপানে উঁচিয়ে ধরতে উন্মুখ হয়ে আছেন কামিন্স, ‘একজন অধিনায়ক হিসেবে বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরার চেয়ে আনন্দ আর কিছু নেই।’

বোর্ডারের নেতৃত্বে অস্ট্রেলিয়া প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ১৯৮৭ সালে। অস্ট্রেলিয়ার প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন স্টিভ ওয়াহ। এরপর ওয়াহর নেতৃত্বে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয় ১৯৯৯ সালে। এরপর ২০০৩ ও ২০০৭ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয় পন্টিংয়ের নেতৃত্বে।

 

সর্বশেষ খবর