শিরোনাম
বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ফাইনালে ভারত হারের নেপথ্যে

ক্রীড়া ডেস্ক

ফাইনালে ভারত হারের নেপথ্যে

বল বদল, পিচ বদল, টস বিতর্ক- এবারের বিশ্বকাপে ভারত যখন অপ্রতিরোধ্য গতিতে ছুটছিল, অনেকেই তাদের এগিয়ে চলার পেছনে এসব মন্তব্য করে হাসির পাত্র বনে যান। শুধু তাই নয়, পাকিস্তান জাতীয় দলে খেলা সাবেক এক ক্রিকেটার বলেছেন, ‘আমার মনে হয় ভারতীয় বোলারদের জন্য আইসিসি আলাদা বল তৈরি করেছে। এজন্য তাদের বোলাররা প্রতিপক্ষ ব্যাটারদের দাঁড়াতে দিচ্ছে না।’ এ নিয়ে বিশ্ব ক্রিকেটে হাসির রোল পড়ে যায়। যাক, এ সবই ভিত্তিহীন ছিল। কিন্তু বিশ্বকাপ ইতিহাসে টানা ১০ ম্যাচ জয় পাওয়া ভারত ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে শোচনীয়ভাবে হেরে গেল কেন? এর রহস্য বা নেপথ্যে কোনো কারণ আছে কি? আসলে এখানে রহস্যের প্রশ্ন উঠবে কেন? অস্ট্রেলিয়া দুর্দান্ত খেলেই চ্যাম্পিয়ন হয়েছে।

সাবেক বিখ্যাত ক্রিকেটার ও বিশ্লেষকরা ফাইনালে ভারতের হারের পেছনে নানা যুক্তি দাঁড় করিয়েছেন। ইংল্যান্ডের সাবেক দুই অধিনায়ক নাসের হুসেইন ও মাইকেল ভন এবং অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, পিচ নিয়ে ভারতের কৌশল তাদের জন্য বুমেরাং হয়েছে। খোদ ভারতীয় সাবেক ক্রিকেটার আকাশ চোপড়ার কণ্ঠেও একই সুর। পিচ নিয়ে ভারত যা করেছে তা নিজেদের ফাঁদা জালে নিজেরাই আটকে গেছে। নিজের ইউটিউব চ্যানেলে চোপড়া বলেছেন, ‘আমি মনে করি ভারত ফাইনালের শুরুতেই হেরে গেছে। কারণ ভারত যে ধরনের পিচে খেলতে চেয়েছিল, তা তারা নিজেরাই বেছে নিয়েছে। তারা হয়তো কালো মাটির পিচে খেলতে চেয়েছে, সেখানে স্পিনে প্রচুর সাহায্য করবে। যা হোক পরাজয়ের অন্যতম কারণ এটিও হতে পারে।’

আকাশ চোপড়া বলেন, ‘এমন উইকেটে টস খুবই গুরুত্বপূর্ণ; যা প্যাট কামিন্সের পক্ষে গেছে। ভারতকে ২৪০ রানের মধ্যে আটকে দিয়েছে। সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে পিচ ঘিরে ভারত যা করেছে তা আমিও ভারতীয় হিসেবে মেনে নিতে পারিনি। ভারত তো এর আগে দুবার চ্যাম্পিয়ন হয়েছে এবং একবার রানার্সআপ। কই এবারের মতো দুর্দান্ত খেলতে পেরেছিল কি? শেষের দিকে এসে বিতর্ক তৈরি করে নিজেদের ছোট করল কেন? চ্যাম্পিয়ন হওয়ার যে সুযোগ পেয়েছিল তা আবার কবে পাবে জানি না। তবে অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানাই, তারা চ্যাম্পিয়নের মতো খেলেই চ্যাম্পিয়ন হয়েছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর