শিরোনাম
বুধবার, ২২ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ড্রতে বাছাইপর্ব শেষ করল ইংল্যান্ড ইতালি

ক্রীড়া প্রতিবেদক

ইউরো কাপের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে ড্র করল ইংল্যান্ড ও ইতালি। সোমবার সি গ্রুপের ম্যাচে নর্থ মেসিডোনিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে ইংল্যান্ড। অন্যদিকে ইতালি গোলশূন্য ড্র করেছে ইউক্রেনের সঙ্গে। অবশ্য পয়েন্ট হারালেও চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ইতালি। সি গ্রুপে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ইংল্যান্ড। ১৪ পয়েন্ট সংগ্রহ করে দুই নম্বরে ইতালি। ইউক্রেন ১৪ পয়েন্ট সংগ্রহ করলেও হেড-টু-হেড পয়েন্টে পিছিয়ে থাকায় তিনে অবস্থান করছে। এদিকে এইচ গ্রুপের ম্যাচে সোমবার জয় পেয়েছে নর্দার্ন আয়ারল্যান্ড। তারা ২-০ গোলে হারিয়েছে ডেনমার্ককে। এ ছাড়াও এই গ্রুপের ম্যাচে ফিনল্যান্ড ২-১ গোলে স্যান মেরিনোকে এবং স্লোভেনিয়া ২-১ গোলে কাজাখস্তানকে হারিয়েছে। এইচ গ্রুপ থেকে ইউরো কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে ডেনমার্ক ও স্লোভেনিয়া। ডেনমার্ক ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান পয়েন্ট নিয়েও হেড-টু-হেড পয়েন্টে পিছিয়ে থাকায় দুই নম্বরে আছে স্লোভেনিয়া। এ গ্রুপের অন্য ম্যাচে নরওয়ে ৩-৩ গোলে ড্র করেছে স্টকল্যান্ডের বিরুদ্ধে। ৮ ম্যাচে ৭ জয় ও ১ হারে ২১ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে স্পেন।

সর্বশেষ খবর