বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা
ওটামেন্দির গোলে আর্জেন্টিনার জয়

ব্রাজিলের মারাকানা যেন যুদ্ধক্ষেত্র

সাধারণত ল্যাটিন অঞ্চল থেকে প্লে-অফ খেলতে আসা দলই চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। সামনের বিশ্বকাপে মোট ৪৮টি দল অংশ নেবে। ল্যাটিন অঞ্চলে মোট দল ১০টি। এর মধ্যে সাতটিই বিশ্বকাপ খেলার সুযোগ পাবে!

ক্রীড়া প্রতিবেদক

ব্রাজিলের মারাকানা যেন যুদ্ধক্ষেত্র

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ শুরুর আগেই মারাকানা স্টেডিয়াম যেন রণক্ষেত্রে পরিণত হয়। আর্জেন্টাইন সমর্থকদের ওপর হামলা করেন ব্রাজিলের সমর্থকরা। পরে পুলিশ এসেও আর্জেন্টাইন সমর্থকদের ওপর চড়াও হয় -এএফপি

আর্জেন্টিনার জাতীয় সংগীত বেজে উঠতেই গ্যালারিতে ব্রাজিলিয়ান সমর্থকরা দুয়োধ্বনি দিতে শুরু করলেন। প্রতিপক্ষের এমন আচরণে প্রথমটায় হতভম্ব হয়ে পড়ে আর্জেন্টিনা। এরপর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামের গ্যালারিতে থাকা আর্জেন্টাইন সমর্থকরা ব্রাজিলিয়ানদের সঙ্গে জড়িয়ে পড়েন হাতাহাতিতে। এরপর শুরু হয় মারামারি। পরিস্থিতি শান্ত করতে পুলিশ এসে লাঠিচার্জ শুরু করে। এমন অবস্থা দেখে লিওনেল মেসির নেতৃত্বে মাঠ থেকে ওঠে যান আর্জেন্টাইন ফুটবলাররা। ড্রেসিংরুমে গিয়ে খোঁজ নেন দর্শকসারিতে থাকা আপনজনদের। প্রথমটায় খেলতেই অস্বীকৃতি জানিয়েছিলেন। মেসি বলে দিয়েছিলেন, না খেলেই ফিরে যাবেন তারা। শেষ পর্যন্ত ম্যাচটা মাঠে গড়ায় নির্ধারিত সময়ের অনেক পরে। যুদ্ধক্ষেত্রের রূপ নেওয়া মারাকানা স্টেডিয়ামে খেলতে নেমে চিরপ্রতিদ্বন্দ্বীদের ১-০ গোলে পরাজিত করে আর্জেন্টিনা। ম্যাচের ৬৩ মিনিটে জয়সূচক গোলটি করেন নিকোলাস ওটামেন্দি।

ম্যাচ শেষে মেসিকে ঘিরে আর্জেন্টিনার খেলোয়াড়দের উল্লাস    -এএফপি

গতকাল মারাকানা স্টেডিয়ামে ভয়ংকর একটা ফুটবলীয় লড়াই দেখল বিশ্ব। গ্যালারিতে ব্রাজিলের সমর্থকদের তান্ডবের পর মাঠেও বেশ বিবাদ হয়। লিওনেল মেসির সঙ্গে গুরুতর তর্কে জড়িয়ে পড়েন ব্রাজিলের রদ্রিগো। ব্রাজিলের তিনজন ফুটবলারকে হলুদ কার্ড এবং একজনকে লাল কার্ড দেন রেফারি। তারপরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই যুদ্ধেরই রূপ নেয়। ম্যাচের পর লিওনেল মেসি ক্ষোভের সঙ্গে বলেছেন, ‘আমরা দেখেছি পুলিশ কীভাবে মানুষের ওপর চড়াও হচ্ছিল। আমাদের পরিবারের সদস্যরাও সেখানে ছিল। কোপা লিবার্তেদরসের ফাইনালেও একই কাজ করেছে তারা (পুলিশ)। মাঠে খেলার চেয়ে এসবেই তাদের মনোযোগ বেশি।’ আর্জেন্টিনার অধিনায়ক আরও বলেন, ‘আমরা একটা পরিবার। পরিস্থিতি শান্ত করতেই আমরা ফের মাঠে নেমে খেলার সিদ্ধান্ত নিই।’ ড্রেসিংরুমে ফিরে যাওয়ার ব্যাপারে জানিয়েছেন, পরিবারের সদস্যরা কেমন আছে তা জানতেই মেসিরা মাঠ ছেড়েছিলেন। ব্রাজিলের মাঠে জয়টাকে বেশ গুরুত্ব দিচ্ছেন মেসি। তিনি বলেন, ‘আমাদের দলটা ইতিহাস গড়তেই চেষ্টা করছে। আজ (গতকাল) সম্ভবত খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল না। তবে আমরা দারুণ একটা জয় পেয়েছি।’ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ১১০ লড়াইয়ে দুই দলেরই জয়সংখ্যা এখন ৪২টি করে।

দারুণ এ জয়ে ল্যাটিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষস্থান ধরে রাখল আর্জেন্টিনা। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট সংগ্রহ করেছেন মেসিরা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে উরুগুয়ে। অন্যদিকে ব্রাজিল ৭ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে অবস্থান করছে।

গতকাল ল্যাটিন অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জয় পেয়েছে উরুগুয়ে। তারা ৩-০ গোলে হারায় বলিভিয়াকে। উরুগুয়ের পক্ষে ডারউইন নুনেজ দুটি গোল করেন। এ ছাড়াও বলিভিয়ার গ্যাব্রিয়েল একটি আত্মঘাতী গোল করে উরুগুয়ের জয়ের ব্যবধান বাড়ান। আগের ম্যাচে উরুগুয়ে আর্জেন্টিনাকে হারিয়ে বেশ শক্ত অবস্থানে চলে এসেছে। এ ছাড়াও গতকাল কলম্বিয়া ১-০ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। ইকুয়েডর ১-০ গোলে জয় পেয়েছে চিলির বিপক্ষে। ১-১ গোলে ড্র করেছে পেরু-ভেনেজুয়েলা। ল্যাটিন অঞ্চল থেকে ২০২৬ সালের বিশ্বকাপে ছয়টি দল সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে। ৭ নম্বর দল প্লে-অফ খেলে চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ পাবে। সাধারণত ল্যাটিন অঞ্চল থেকে প্লে-অফ খেলতে আসা দলই চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। সামনের বিশ্বকাপে মোট ৪৮টি দল অংশ নেবে। ল্যাটিন অঞ্চলে মোট দল ১০টি। এর মধ্যে সাতটিই বিশ্বকাপ খেলার সুযোগ পাবে!

সর্বশেষ খবর