বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাদল রায়কে মনে রাখেনি মোহামেডান!

ক্রীড়া প্রতিবেদক

বাদল রায়কে মনে রাখেনি মোহামেডান!

ঢাকা মোহামেডান ও বাদল রায় নামটি একসূত্রে গাঁথা। খেলোয়াড় হিসেবে দলের সাফল্যে তাঁর অবদান ভোলার নয়। শুধু কি তাই, ক্যাসিনোকান্ডে ঐতিহ্যবাহী ক্লাবটি যখন মহাসংকটে পড়েছিল, তখন বাদল রায়ের সাহসী ভূমিকায় বিপর্যয় কাটিয়ে ওঠে সাদা-কালো শিবির। মোহামেডানে অবদান রাখার জন্য যদি পাঁচজন খেলোয়াড়কে বেছে নেওয়া হয়, তাহলে বাদলের নাম জোরালো কণ্ঠে উচ্চারিত হবে। ঢাকা ফুটবলে তাঁর যাত্রা মোহামেডান থেকেই। শেষও করেন এ ক্লাবে খেলে। লোভনীয় অফার পেয়েও কখনো অন্য দলের জার্সি গায়ে চড়াননি। প্রশ্ন হচ্ছে, এতটা ত্যাগ স্বীকার করার পরও প্রিয় ক্লাব মোহামেডান কি মনে রেখেছে তাঁকে? গতকাল ছিল এই কিংবদন্তি ফুটবলার ও দক্ষ সংগঠকের তৃতীয় মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের ২২ নভেম্বর সবাইকে কাঁদিয়ে না-ফেরার দেশে চলে যান তিনি। মাত্র তিন বছর হলো বাদল রায় মারা গেছেন। অথচ এরই মধ্যে মোহামেডান তাঁকে ভুলতে বসেছে। তা না হলে তাঁকে ঘিরে কোনো অনুষ্ঠান বা স্মরণসভা হলো না কেন? ক্লাব পরিচালক ফজলুর রহমান বাবুল জানালেন, ‘আমাদের সিদ্ধান্ত ছিল বাদলের মৃত্যুদিবসে ক্লাবে স্মরণসভার আয়োজন করব। দুঃখের বিষয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়িত্বহীনতায় তা সম্ভব হয়নি। যা সত্যি দুঃখজনক। বাদল রায় মোহামেডানের নিবেদিত প্রাণ ছিলেন। তাঁর অবদান কখনো ভুলবার নয়।’

 

সর্বশেষ খবর