শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

চেকআপে লন্ডন যাচ্ছেন ইবাদত

ক্রীড়া প্রতিবেদক

চেকআপে লন্ডন যাচ্ছেন ইবাদত

বিশ্বকাপ স্কোয়াডে পেসার ইবাদত হোসেন ডাক পাবেন তা নিশ্চিতই ছিল। কিন্তু দুর্ভাগ্য তার। হাঁটুর অস্ত্রোপচার তাকে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে দিয়েছে। তার চোটে বড় ধাক্কা খায় টিম বাংলাদেশ। এখনো মাঠের বাইরে তিনি। এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। অস্ত্রোপচারের পর প্রায় দুই মাস পার হয়ে গেছে। কিন্তু মাঠে ফেরার কোনো লক্ষণ নেই। ইবাদতের গুরুত্বের কথা বিবেচনা করে পুনর্বাসন প্রক্রিয়ায় তার উন্নতি কেমন হয়েছে, তা দেখার জন্য বিসিবি তাকে ইংল্যান্ড পাঠাচ্ছে। ইবাদতের যাওয়া নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন, ‘এখন পর্যন্ত তার অগ্রগতি ভালোই। তবে গুরুত্ব বিবেচনা করে ফের তাকে ইংল্যান্ডে পাঠানো হচ্ছে। ইংল্যান্ডে যে চিকিৎসক তার অস্ত্রোপচার করেছেন, সেখানে আরেকবার দেখানো হবে। এতে নতুন কোনো পরামর্শ থাকতে পারে।’ ৩০ নভেম্বর ঢাকা ছাড়বেন ইবাদত। তার আগে লন্ডন যাবেন দেবাশিস চৌধুরী। বিসিবি চাচ্ছে ইবাদতের মতো ভালো পারফরমার মাঠে ফিরে আসুক। এতে দল শক্তিশালী হবে।

সর্বশেষ খবর