শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভেনেজুয়েলার ফুটবলারদের মেরেছে পেরুর পুলিশ

ক্রীড়া ডেস্ক

দক্ষিণ আমেরিকার ফুটবলে ভয়ংকর এক রাত দেখল বিশ্ব। একদিকে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের আগে পুলিশের হাতে মার খেয়েছেন আর্জেন্টাইন সমর্থকরা। অন্যদিকে পেরুতে পুলিশের মার হজম করতে হয়েছে ভেনেজুয়েলার ফুটবলারদের। এমনকি ভেনেজুয়েলার ফুটবলারদের বিমান আটকে রেখে তাদের অপহরণ করার অভিযোগও উঠেছে। লিমায় মঙ্গলবার রাতে ২০২৬ বিশ্বকাপ দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ে পেরুর সঙ্গে ১-১ গোলে ড্র করে ভেনেজুয়েলা। এ ম্যাচে অনাকাক্সিক্ষত ঘটনা নিয়ে ভেনেজুয়েলা সরকার পেরুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভেনেজুয়েলার খেলোয়াড়েরা অভিযোগ করেছেন ম্যাচ শেষে দর্শকদের অভিবাদনের জবাব দেওয়ার সময় পেরুর পুলিশ তাদের পিটিয়েছে। পেরু থেকে ভেনেজুয়েলার খেলোয়াড়দের বহনকারী উড়োজাহাজ উড্ডয়নে দেরি করেছে। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান হিল বলেন, ‘খেলোয়াড়দের বহনকারী উড়োজাহাজে জ্বালানি নিতে বাধা দিয়ে ভেনেজুয়েলানদের বিরুদ্ধে আরেকটি বিতর্কিত কাজ করল পেরু।’ এএফপি জানিয়েছে, নির্ধারিত সময়ের প্রায় চার ঘণ্টা পর ভেনেজুয়েলার খেলোয়াড়দের বহনকারী রাতাকা এয়ারলাইনের উড়োজাহাজ উড্ডয়ন করে। ভেনেজুয়েলার সেন্টারব্যাক নাহুয়েল ফেরারিসি এর আগে তার ডান হাতে ব্যান্ডেজ দেখিয়ে দাবি করেন পেরুর পুলিশ ‘আমাকে মেরেছে।’ তার ভাষায়, ‘এমন কিছু কখনই ঘটা উচিত নয়। ম্যাচ শেষে আমরা আমাদের ভেনেজুয়েলান সমর্থকদের ধন্যবাদ জানাতে গিয়েছিলাম।’

সর্বশেষ খবর