শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

ব্রাজিলকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা
শেষ চারের লড়াইয়ে আর্জেন্টিনা মুখোমুখি হবে জার্মানির। ফিফার মূল বিশ্বকাপে চারবার চ্যাম্পিয়ন হলেও ছোটদের এই শিরোপা জার্মানদের কাছে এখনো অধরা।

ফিফা অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গতকাল জাকার্তায় কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনার তরুণ ফুটবলাররা। দলের পক্ষে তিনটি গোলই করেন ইচেভেরি (২৮, ৫৮ ও ৭১ মিনিটে)। শেষ চারের লড়াইয়ে আর্জেন্টিনা মুখোমুখি হবে জার্মানির। গতকাল জার্মানরা জাকার্তা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে স্পেনকে ১-০ গোলে হারিয়েছে। জার্মানির পক্ষে জয়সূচক গোলটি করেন প্যারিস ব্রুনার। ফিফার মূল বিশ্বকাপে চারবার চ্যাম্পিয়ন হয়েছে জার্মানরা। তবে ছোটদের এই বিশ্বকাপে এখনো শিরোপা অধরাই আছে তাদের। ১৯৮৫ সালে ফাইনাল খেললেও সেবার তারা হেরে যায় নাইজেরিয়ার কাছে। অন্যদিকে আর্জেন্টিনাও এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি। তারা পাঁচবার সেমিফাইনাল খেলেছে এর আগে। এবার ছোটদের বিশ্বকাপে দুর্দান্ত খেলছে আর্জেন্টিনা ও জার্মানি। গ্রুপ পর্বে তিন ম্যাচেই জয় পেয়েছে জার্মানরা। এরপর শেষ ষোলোতে যুক্তরাষ্ট্রকে এবং কোয়ার্টার ফাইনালে স্পেনকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল দলটা। অন্যদিকে আর্জেন্টিনা গ্রুপ পর্বে একটা ম্যাচ হারলেও নকআউট পর্বে ভেনেজুয়েলাকে ৫-০ গোলে হারিয়েছে। এবার চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল আর্জেন্টাইন তরুণরা।

সর্বশেষ খবর