শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

তদন্তে নেমেছে ফিফা

ক্রীড়া ডেস্ক

তদন্তে নেমেছে ফিফা

মারাকানা স্টেডিয়ামে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের আগে পুলিশের মার খেয়েছেন আর্জেন্টাইন সমর্থকরা। এ ঘটনার তদন্ত করবে ফিফা। গতকাল ফিফা সভাপতি বলেছেন, ‘ফুটবলে মাঠে কিংবা মাঠের বাইরে কোনো ধরনের সহিংসতার স্থান নেই। খেলোয়াড়, সমর্থক এবং অফিশিয়াল সবাইকেই নিরাপদ পরিবেশ করে দিতে হবে।’ ঘটনা তদন্তে ব্রাজিল দোষী প্রমাণিত হলে বাছাই পর্বে পয়েন্ট কর্তন, আর্থিক জরিমানা অথবা ফাঁকা গ্যালারি নিয়ে খেলার শাস্তি হতে পারে তাদের। ব্রাজিলের সংবাদমাধ্যম এমনটাই বলছে। এদিকে এএফপির প্রতিবেদন দাবি করছে, সহিংসতার ঘটনায় ব্রাজিলের পুলিশ এবং স্থানীয় ফুটবল কর্তৃপক্ষ একে অপরকে দোষারোপ করছে। গত বুধবার সকালে মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচের আগে পুলিশ সমর্থকদের ওপর হামলা করলে লিওনেল মেসিরা মাঠ ছেড়ে যান। এমনকি ম্যাচ না খেলার সিদ্ধান্তও নিয়েছিলেন তারা। তবে কিছু সময় পর ম্যাচটি খেলতে নামে দুই দল। সেই ম্যাচের পর নিজের ক্ষোভের কথা জানিয়েছেন মেসি। এবার তার তদন্তে নেমেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর