মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

মুশফিক সাকিবদের ফ্রেমে নাজমুল

ক্রীড়া প্রতিবেদক

মুশফিক সাকিবদের ফ্রেমে নাজমুল

‘ক্যাপ্টেন অব ক্যাপ্টেন্স’ বলা হয় ভারতের মহেন্দ্র সিং ধোনিকে। বিশ্বকাপজয়ী ধোনিকে ভারতের সর্বকালের সেরা অধিনায়কও বলা হয়। বাংলাদেশের ১৩তম টেস্ট অধিনায়ক হিসেবে আজ অভিষেক হচ্ছে নাজমুল হোসেন শান্তর। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিমদের মতো অধিনায়ক থাকার পরও নাজমুল শান্ত হতে চান ধোনির মতো, ‘ধোনির মতো অধিনায়ক হতে চাই।’ নাজমুল শান্ত ক্যারিয়ারে টেস্ট খেলেছেন ২৩টি। ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে নেতৃত্ব দিয়েছেন টাইগারদের। এবার হঠাৎ-ই সুযোগ পেয়েছেন সাদা পোশাক ও লাল বলের ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার। বিশ্বকাপে শ্রীলঙ্কা ম্যাচে বাঁ হাতে আঙুলে ফ্রাকচার হয় সাকিব আল হাসানের। ফলে চার সপ্তাহ মাঠের বাইরে চলে যান সাকিব। টেস্টে তার সহকারী ছিলেন লিটন দাস। পারিবারিক কারণে তিনি ছুটি নিয়েছেন এক মাসের। সে জন্যই ক্রিকেট বোর্ড অনেকটা বাধ্য হয়ে দায়িত্ব তুলে দেয় নাজমুল শান্তকে। যদিও অধিনায়কত্ব পাওয়ার দৌড়ে ছিলেন মেহেদি হাসান মিরাজ। নাজমুল শান্ত কয়েক মাস ধরেই বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। বিশ্বকাপ ক্রিকেটে সাকিবের অনুপস্থিতিতে পুণেতে ভারত ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেতৃত্ব দেন তিনি। এ ছাড়া সেপ্টেম্বরে নিউজিল্যান্ড সিরিজেও নেতৃত্ব দিয়েছিলেন।

 

সর্বশেষ খবর