মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিসিবির দায়িত্ব ছাড়ার ইঙ্গিত পাপনের

ক্রীড়া প্রতিবেদক

বিসিবির দায়িত্ব ছাড়ার ইঙ্গিত পাপনের

তামিম ইকবালের সঙ্গে বহুল আলোচিত বৈঠকের পরপরই ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নিজ বাসভবনে মিডিয়ার মুখোমুখিতে জানিয়ে দেন, এবারের মেয়াদ শেষ হওয়ার পর আর দায়িত্ব পালন করবেন না ক্রিকেট বোর্ডের, ‘আমি আর বেশি দিন নেই। এই টার্ম তো আর বেশি দিন নেই। এরপর আর এক বছর আছে। আমার পরিকল্পনা হচ্ছে, যাওয়ার আগে অবশ্যই দলটা ঠিক করে যাব। যা যা করা দরকার, এটা আমি করে যাব। সেটা ঠিক হবে কি না, জানি না। আমি যেটা মনে করি করা দরকার, ওটা করব। সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্তও হয়, সেটাও আমি নেব।’ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মেয়াদ শেষ হবে ২০২৫ সালের অক্টোবরে। তৃতীয়বার বিসিবির সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ২০২১ সালের অক্টোবরে। প্রথমবার ক্রিকেট বোর্ডের দাযিত্ব পালন করেন ২০১২ সালে। এরপর ২০১৭ সালে দ্বিতীয়বার নির্বাচিত হন। গত পরশু তামিমের সঙ্গে বৈঠকের কথা ছিল বিসিবি সভাপতির। কিন্তু নির্বাচনি মনোনয়ন ঘোষণার জন্য বৈঠকটি হয়নি। গতকাল বিসিবি সভাপতির বাসায় বৈঠক হয়। সেখানে তামিম নিজের অবস্থান পরিষ্কার করেন। সাবেক অধিনায়কের সঙ্গে বৈঠক নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘তামিম দুই-তিন দিন আগে থেকেই বলছিল যে, ও আসবে। সবশেষ ওর সঙ্গে যখন কথা হয়েছিল তখন ও বলেছিল, আপনি অনেক কিছু জানেন না, আপনাকে বলতে চাই। আজকে যে সে সব বলে গেছে, তা নয়। কারণ সময় খুব কম। আমি ওকে ওই কথাই বলেছি যেটা, আপনাদের অনেক আগে বলেছি।’

তামিম বিপিএল দিয়ে ফের ক্রিকেটে ফিরছেন।

সর্বশেষ খবর