বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিশ্বকাপে ব্যর্থতার কারণ খুঁজতে তদন্ত কমিটি

ক্রীড়া প্রতিবেদক

স্বপ্ন ছিল সেমিফাইনাল। দুই জয় নিয়ে বিশ্বকাপ শেষ করে সাকিব, হাতুরা সিংহেরা। শুধু দুই জয় নয়, সাত হারের মধ্যে লজ্জাজনক ছিল আইসিসি সহযোগী দেশ নেদারল্যান্ডসের কাছে হার। বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বাজে ছিল ২০০৩ সালের আসর। সেবার একটি ম্যাচও জিততে পারেনি। এবার দুটি জিতলেও হার সাত ম্যাচে। এমন বাজে পারফরম্যান্সের কারণ অনুসন্ধানে একটি আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছে ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহ পর এবং ঘরের মাঠে নিউজিল্যান্ড টেস্ট সিরিজ চলাকালীন একটি তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। তিন সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিসিবি পরিচালক এবং ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ।

কমিটির বাকি দুই সদস্য বিসিবি পরিচালক মাহবুব আনাম এবং বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান। বিসিবির সাবেক সহসভাপতি মাহাবুব আনাম বর্তমানে গ্রাউন্ডস কমিটির প্রধান। সাবেক অধিনায়ক আকরাম বিসিবির ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান। বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে টাইগার হেড কোচ চন্ডিকা হাতুরাসিংহে ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন। তদন্ত কমিটি সেই রিপোর্ট পর্যালোচনা করবে এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে ব্যর্থতার কারণগুলো বের করে আনবে। বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘বোর্ড সভায় এসব নিয়ে আলোচনার কথা ছিল। পরে মনে হয়েছে, যতটা সম্ভব তথ্য জেনে তারপর বোর্ড সভায় আলোচনা করা ভালো। এ জন্যই এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি যাদের সঙ্গে কথা বলা প্রয়োজন মনে করবে, তাদের সবার সঙ্গে কথা বলবে। কোচ, অধিনায়ক ছাড়া অন্যরা এই তালিকায় থাকতে পারেন।’

সর্বশেষ খবর