বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

নকআউটে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই মৌসুম গ্রুপ পর্ব খেলেই বিদায় নেয় বার্সেলোনা। ২০২০-২১ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বে খেলে কাতালানরা। এরপর ২০২১-২২ ও ২০২২-২৩ মৌসুমে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এমনকি ইউরোপা লিগে খেলেও বিশেষ সুবিধা করতে পারেনি দলটি। দুই মৌসুম পর অবশেষে নকআউট পর্বে স্থান করে নিল বার্সেলোনা। মঙ্গলবার জাভি হার্নান্দেজের দল পোর্তোকে ২-১ গোলে পরাজিত করে। বার্সার পক্ষে একটি করে গোল করেন ক্যানসেলো ও হুয়াও ফেলিক্স। পোর্তোর পক্ষে একটি গোল করেন আকিনো কোসা। এ জয়ে এইচ গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। পরের ম্যাচে হারলেও তারা নকআউট পর্বে খেলবে।

এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও। তারা ৩-২ গোলে হারিয়ে দেয় লিপজিগকে। ম্যানসিটির পক্ষে একটি করে গোল করেন হলান্ড, ফিল ফোডেন ও আলভারেজ। জি গ্রুপ থেকে আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছে ম্যানসিটি। এ জয়ে শীর্ষস্থানও নিশ্চিত করে নিল। মঙ্গলবার জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদও। তারা ৩-১ গোলে হারিয়েছে ফেনর্ডকে। নকআউট পর্ব নিশ্চিত হয়েছে অ্যাটলেটিকোরও।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর