শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সিঙ্গাপুরকে হারাতে চান সাবিনারা

ক্রীড়া প্রতিবেদক

সিঙ্গাপুরকে হারাতে চান সাবিনারা

২০১৭ সালে বাংলাদেশ নারী দল সিঙ্গাপুরের বিপক্ষে মুখোমুখি হয়েছিল। হেরে যান সাবিনা খাতুনরা। প্রায় সাত বছর পর ফের মুখোমুখি হচ্ছে দুই দেশ। ঢাকা সফরে সিঙ্গাপুরের মেয়েরা দুটি প্রীতি ম্যাচ খেলবে। যার প্রথমটি অনুষ্ঠিত হবে আজ কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। ৪ ডিসেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় বা শেষ ম্যাচ। ২০১৭ সালে সিঙ্গাপুরের জালানবেসার স্টেডিয়ামে সাবিনারা দাঁড়াতেই পারেননি। ০-৩ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। সেই স্মৃতি ভুলতে চান অধিনায়ক সাবিনা। তিনি বলেন, ‘ওই সময় আমাদের কৌশল, পারফরম্যান্স, রানিং ততটা মানসম্পন্ন ছিল না। সাত বছরে আমাদের পরিবর্তন ঘটেছে। পরিশ্রম করে আমরা একটা অবস্থানে গেছি। সবচেয়ে বড় কথা নারী ফুটবলে বাংলাদেশের সুনাম রয়েছে। বিশেষ করে সাফ চ্যাম্পিয়নের পর তো অনেক দেশই আমাদের নাম চিনেছে ও জেনেছে।’ সাবিনা বলেন, ‘এমন পর্যায়ে গিয়ে আমরা সিঙ্গাপুরকে হারাব আশা করতেই পারি। দর্শকরা মাঠে আসবেন, দুটি চ্যালেঞ্জিং ম্যাচ দেখবেন।’

সর্বশেষ খবর