শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

লিগ কমিটির নতুন চেয়ারম্যান ইমরুল

ক্রীড়া প্রতিবেদক

লিগ কমিটির নতুন চেয়ারম্যান ইমরুল

বাফুফের নির্বাচনের পর যে সাব-কমিটিগুলো হয় সেখানে সহসভাপতি পদে সর্বোচ্চ ভোটে জেতা ইমরুল হাসানকে ঢাকা মহানগরী লিগ কমিটি চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। তবে ফেডারেশনের ভিতরেই অনেকে এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন। কারণ ইমরুলের সাংগঠনিক যে দক্ষতা ও মেধা তাতে ডেভেলপমেন্ট কিংবা জাতীয় দলের ম্যানেজমেন্ট কমিটির দায়িত্বে মানাত। যাক ইমরুল হাসানের এ নিয়ে কোনো আক্ষেপ ছিল না। তাঁর কথা, যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি এমনভাবে পালন করব যাতে নতুনত্ব থাকে। সত্যিই তাই মহানগরীর লিগ কমিটি দায়িত্ব পেয়ে অবহেলিত জুনিয়র লিগগুলো জেগে ওঠে তারই যোগ্য নেতৃত্বে। এক সময়ে অনিয়মিত থাকলেও প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও পাইনিয়ার লিগ শুধু নিয়মিত মাঠে গড়াচ্ছে না নতুনত্বও এসেছে। ইমরুলের দক্ষতা দেখে বাফুফের অনেকে চেয়েছিলেন, নতুনত্ব আনতে পেশাদার লিগের দায়িত্বও দেওয়া হোক ইমরুল হাসানকে। সভাপতি কাজী সালাউদ্দিনও এ ব্যাপারে একমত ছিলেন। সালাম মুর্শেদীর পর সালাউদ্দিন পেশাদার লিগ কমিটির দায়িত্বে ছিলেন। গতকাল তিনি এই পদ থেকে সরে দাঁড়িয়ে সহসভাপতি ইমরুলের হাতে নতুন দায়িত্ব তুলে দেন। বাফুফে সভাপতি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমি পরীক্ষিত ও যোগ্য লোকের হাতে দায়িত্ব তুলে দিলাম। আমার বিশ্বাস সে সফল হবে।’ ইমরুল হাসান বসুন্ধরা কিংসের সভাপতি। তাই লিগ কমিটির দায়িত্ব নিরপেক্ষতার সঙ্গে পালন করাটা কেউ কেউ চ্যালেঞ্জ মনে করছেন। ইমরুল এ ব্যাপারে দৃঢ়তার সঙ্গে বলেন, ‘কোনো চ্যালেঞ্জ নয়। আমি নিরপেক্ষ কি না তা আমার কাজেই প্রমাণ দেব। খুব শিগগিরই ক্লাবগুলো নিয়ে বসব। আমি একলা চলা রীতিতে বিশ্বাসী নই। সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করতে চাই।’

 

সর্বশেষ খবর