শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সিঙ্গাপুরের বিপক্ষে উড়ন্ত জয় মেয়েদের

ক্রীড়া প্রতিবেদক

সিঙ্গাপুরের বিপক্ষে উড়ন্ত জয় মেয়েদের

নারী ফুটবলে অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ। গতকাল কমলাপুর স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৩-০ গোলে পরাজিত করেছেন বাংলাদেশের মেয়েরা। দলের পক্ষে দুটি গোল করেন তহুরা খাতুন। এ ছাড়া একটি গোল করেন আফিদা খন্দকার।

দীর্ঘ এক বছর পর জয়ের দেখা পেয়েছে বাংলাদেশের মেয়েরা। গত বছর সাফ চ্যাম্পিয়নশিপ জয় করার পর থেকেই জয় খরাই ভুগছিলেন সাবিনা খাতুনরা। গত বছর সেপ্টেম্বরে বাংলাদেশ ফাইনালে নেপালকে হারিয়ে সাফ জয় করে। এরপর পাঁচ ম্যাচ খেলে তিনটিতে ড্র করলেও হেরেছে দুটিতে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের বিপক্ষেও খেলেছে বাংলাদেশের মেয়েরা। জয়ের দেখা পেতে দেরি হলেও দারুণ এক জয়ই পেয়েছেন সাবিনা খাতুনরা। সিঙ্গাপুর মেয়েদের ফুটবলে বেশ শক্তিশালী দল। এই সিঙ্গাপুরের বিপক্ষেই ৩-০ গোলে হেরেছে মেয়েরা। ২০১৭ সালে সিঙ্গাপুরের মাটিতে পরাজিত হয়েছিল তারা। সময় বদলে গেছে। সে কথাই যেন প্রমাণ করলেন সাবিনারা। একই ব্যবধানে সিঙ্গাপুরকে হারিয়ে প্রতিশোধই নিল বাংলাদেশের মেয়েরা।

গতকাল ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। শর্ট কর্নারের পর সাবিনা খাতুনের ক্রসে দূরের পোস্টে দাঁড়িয়ে থাকা আফিদা খন্দকার হেডে বল জালে জড়ান। ম্যাচের ১৬ মিনিটে ব্যবধান বাড়ান তহুরা খাতুন। মারিয়া মান্ডা বল নিয়ে ডি বক্সে ঢুকে যান। শেষ মুহূর্তে তহুরা খাতুন বল পেয়ে বল জালে জড়ান। ৬০ মিনিটে মাসুরার লম্বা পাসে বল পেয়ে ডি বক্স থেকে সাইড ভলিতে গোল করেন। ম্যাচে জোড়া গোল করা এই তহুরা খাতুনই ফুটবল ছেড়ে দিতে চেয়েছিলেন। কৃষ্ণা ও স্বপ্নাদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে প্রথম একাদশে ঠিকমতো সুযোগই পেতেন না। বেশিরভাগ সময় বদলি হিসেবে মাঠে নামতেন। বয়সভিত্তিক দলগুলোতে প্রায় হ্যাটট্রিক করতেন তহুরা খাতুন। সিনিয়র দলে সুযোগ পেলেই তা কাজে লাগিয়ে গোল করতেন। তবে শারীরিক ও মানসিক অবস্থার কথা ভেবে এক সময় ফুটবলই ছেড়ে দিতে চেয়েছিলেন তহুরা খাতুন। ম্যাচের পর খোলাখুলি একথা স্বীকারও করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে তহুরা খাতুন বলেন, ‘আসলে আমি একটা সময় লিটু স্যারকে (সহকারী কোচ) বলেছিলাম খেলা ছেড়ে দিব। শারীরিকভাবে অসুস্থ ছিলাম। মানসিকভাবেও বিপর্যস্ত ছিলাম। স্যার আমাকে খেলা ছাড়তে দেননি। আরও উদ্দীপ্ত করেছেন। তাই স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই।’ ম্যাচের পর কোচ সাইফুল বারী টিটুও দারুণ সন্তুষ্ট। তিনি শিষ্যদের পাশাপাশি তার সহকারীদেরও প্রশংসা করেছেন।

সিঙ্গাপুরের বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। ৪ ডিসেম্বর কমলাপুর স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে ম্যাচটি। সামনের ম্যাচেও জয়ের আশাতেই খেলতে নামবেন সাবিনারা।

 

 

সর্বশেষ খবর