শিরোনাম
রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

টাইগারদের প্রশংসায় সাউদি

ক্রীড়া প্রতিবেদক

টাইগারদের প্রশংসায় সাউদি

নিউজিল্যান্ডের বিপক্ষে দুরন্ত জয় পেয়েছে বাংলাদেশ। টেস্ট সিরিজের প্রথম লড়াইয়ে সিলেটে ১৫০ রানের জয় পেয়েছে টাইগাররা। এমন এক পরাজয়ের পর নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি প্রতিপক্ষের প্রশংসাই করলেন।

টিম সাউদি বলেন, ‘বাংলাদেশের বোলাররা লম্বা সময় ধরে আমাদের ওপর চাপ ধরে রাখতে পেরেছে।’ বোলারদের অবিরাম চাপের কাছেই নতি স্বীকার করেছে নিউজিল্যান্ড। কিউই অধিনায়ক বলেন, ‘বাংলাদেশের বোলাররা দারুণ বোলিং করেছে। তারা নিখুঁত ছিল। তারা যেভাবে বোলিং করেছে... আমরা জানতাম বিশ্বের এই প্রান্তে ম্যাচ যত এগোবে, ব্যাটিং তত কঠিন হবে, টার্ন বাড়বে, বাউন্সের তারতম্য হবে। পেছন ফিরে তাকালে মনে হয়, কিছু জুটির প্রয়োজন ছিল। আর বল হাতে যেটা বললাম, লম্বা সময় চাপ ধরে রাখার ক্ষেত্রে আমরা পিছিয়ে ছিলাম।’ বাংলাদেশের ব্যাটিংয়েও মুগ্ধ কিউই অধিনায়ক। টিম সাউদি বলেন, ‘শান্তর ইনিংসটা দুর্দান্ত ছিল। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খুব ভালো ব্যাটিং করেছে।’

প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচেই নিজেদের চেনা রূপে ফিরতে চান নিউজিল্যান্ডের অধিনায়ক। তিনি বলেন, ‘এখান থেকে শিক্ষা নিয়ে কয়েক দিনের মধ্যেই আমরা সামনে এগিয়ে যাব।’ আগামী ৬ ডিসেম্বর থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। সামনের ম্যাচে ড্র করলেই সিরিজ জয় করবে টাইগাররা। অন্যদিকে সিরিজ ড্র করতে হলেও দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই কিউইদের।

 

 

সর্বশেষ খবর