রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

আবাহনী-শেখ জামাল সেমিতে ওঠার লড়াই

মঙ্গলবারও দুই কোয়ার্টার ফাইনাল। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস নিজেদের ভেন্যুতে ‘সি’ গ্রুপে রানার্সআপ বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে লড়বে

ক্রীড়া প্রতিবেদক

গ্রুপ পর্ব শেষ। আজ থেকে স্বাধীনতা কাপ ফুটবলে নকআউট পর্ব মাঠে গড়াচ্ছে। কোয়ার্টার ফাইনালে চার দলের দুটি ম্যাচ। বসুন্ধরা কিংস অ্যারিনায় বেলা আড়াইটায় ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন পুলিশ এফসি লড়বে ‘বি’ গ্রুপ রানার্সআপ রহমতগঞ্জ মুসলিম ফেন্ডর্স সোসাইটির বিপক্ষে। একই দিনে সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারিনায় ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। নির্ধারিত সময়ে ফল নিষ্পত্তি না হলে অতিরিক্ত ৩০ মিনিট খেলতে হবে। এখানেও যদি ড্র থাকে তাহলে টাইব্রেকারে ম্যাচ গড়াবে। মঙ্গলবার দুই কোয়ার্টার ফাইনাল। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস নিজেদের ভেন্যুতে ‘সি’ গ্রুপে রানার্সআপ বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে লড়বে।

মুন্সীগঞ্জে আসরের সর্বাধিক শিরোপা জেতা দল ঢাকা মোহামেডানের দেখা হবে ‘ডি’ গ্রুপ রানার্সআপ চট্টগ্রাম আবাহনীর সঙ্গে।

দুটি সেমিফাইনাল হবে ১৫ ডিসেম্বর। প্রথমটি গোপালগঞ্জ ও দ্বিতীয়টি কিংস অ্যারিনায়। এবারেও স্বাধীনতা কাপ ফাইনাল হচ্ছে ঢাকার বাইরে। গতবার হয়েছিল কুমিল্লায় ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। ১৮ ডিসেম্বর ফাইনাল গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে। কিংস যদি কোয়ার্টার ফাইনালে জয়ী হয়, অন্যদিকে শেখ জামালের বিপক্ষে জিতে গেলে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর সেমিতে দেখা হবে। ১১ ডিসেম্বর ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে বসুন্ধরা কিংস অ্যাওয়ে ম্যাচ খেলবে ওড়িশা এফসির বিপক্ষে। ড্র করলেই অস্কারের শিষ্যরা পরবর্তী রাউন্ডে চলে যাবে। স্বাধীনতা কাপে কোয়ার্টারে জিতলে ওড়িশা থেকে ফিরে কিংস শেষ চারে লড়বে।

 

সর্বশেষ খবর