সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

কঠিন গ্রুপে স্পেন ইতালি

ক্রীড়া প্রতিবেদক

কঠিন গ্রুপে স্পেন ইতালি

উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগামী আসর হবে জার্মানিতে। সামনের বছরের ১৪ জুন টুর্নামেন্ট শুরু হয়ে শেষ হবে ১৪ জুলাই। ২৪ দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টের ড্র হয়েছে শনিবার গভীর রাতে। এই ড্রয়ে বেশ কঠিন গ্রুপে পড়েছে শক্তিশালী স্পেন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি ও ক্রোয়েশিয়া। সাবেক দুই ইউরো চ্যাম্পিয়নের (স্পেন ও ইতালি) পাশাপাশি এই গ্রুপে রয়েছে শক্তিশালী ক্রোয়েশিয়াও। বি গ্রুপে এ ছাড়া খেলবে আলবেনিয়া। এই গ্রুপ থেকে নকআউট পর্বে যেতে হলে বেশ কঠিন লড়াই করতে হবে ফেবারিট তিন দলকেই। স্বাগতিক জার্মানি এ গ্রুপে খেলবে স্কটল্যান্ড, হাঙ্গেরি ও সুইজারল্যান্ড। গত ইউরো কাপে জার্মানরা শেষ ষোলোতে খেলেই ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নেয়। এবার নিজেদের মাটিতে ভালো কিছুই করতে চাইবে তিনবারের ইউরো কাপজয়ী জার্মানরা। ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগাল এফ গ্রুপে তুরস্ক ও চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে। এই গ্রুপের অপর দল প্লে-অফের সি পাথ খেলে নির্ধারিত হবে। গতবারের রানার্সআপ ইংল্যান্ড এবার সি গ্রুপে খেলবে স্লোভেনিয়া, ডেনমার্ক ও সার্বিয়ার সঙ্গে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর