সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

মাঠে ফিরছেন তপু-জিকো

ক্রীড়া প্রতিবেদক

মাঠে ফিরছেন দেশের দুই তারকা ফুটবলার ডিফেন্ডার তপু বর্মণ ও গোলরক্ষক আনিসুর রহমান জিকো। গত ১৯ সেপ্টেম্বর মালদ্বীপে এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচে মাজিয়ার বিপক্ষে বসুন্ধরা কিংসের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলেন দুই ফুটবলার। এরপর তাদের কিংস ও জাতীয় দলে দেখা যায়নি। মালদ্বীপ থেকে দেশে ফেরার সময় তপু, জিকোসহ শেখ মোরসালিন, রিমন হোসেন ও তৌহিদুল আলম সবুজ শৃঙ্খলা ভাঙেন। বসুন্ধরা টিম ম্যানেজমেন্ট পাঁচ ফুটবলারকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিলেও মোরসালিন ও রিমনের শাস্তি প্রত্যাহার করা হয়। অবশ্য দুজনকে জরিমানা গুনতে হয়েছে। মাঠে ফিরে মোরসালিন জাতীয় দল ও কিংসে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করছেন।

তপু ডিসেম্বর এবং জিকোর শাস্তি বহাল থাকে আগামী বছর মার্চ পর্যন্ত। এবার তাদের ক্ষমা করে দেওয়ার কথা শোনা যাচ্ছে। দুজনায় পুনরায় ক্ষমা চেয়ে কিংস সভাপতি ইমরুল হাসানকে চিঠি দিয়েছেন। বিষয়টি ইমরুল স্বীকারও করেছেন। ‘হ্যাঁ, তপু ও জিকো- দুজনার চিঠি আমরা পেয়েছি। তারা তাদের অপরাধের কথা স্বীকার করেছেন। সোমবারই তাদের চিঠির পরিপ্রেক্ষিতে আমরা জরুরি বৈঠক ডেকেছি।’ তাদের শাস্তি প্রত্যাহার হবে কি না- এ ব্যাপারে ক্লাব সভাপতি কোনো মন্তব্য করতে চাননি। বলেছেন, অপেক্ষা করতে হবে। তবে চিঠিতে যে ভাষায় দুই ফুটবলার নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন তাতে কিংসের নরম হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ তপু ও জিকোর বেঁধে দেওয়া সময়ের আগেই শাস্তি প্রত্যাহার হয়ে যেতে পারে। বসুন্ধরা কিংসের শাস্তি ক্রীড়ামহলে ব্যাপক প্রশংসিত হয়েছিল। কেননা এর আগে ফুটবলাররা শৃঙ্খলা ভাঙলেও কোনো ক্লাব তাদের শাস্তির ব্যবস্থা করেনি। কিংস নতুন দৃষ্টান্ত স্থাপন করে। তাদের দেখাদেখি বাফুফে পাঁচ ফুটবলারকে সাসপেন্ড করে। সে কারণে জাতীয় দলেও ডাক পাচ্ছেন না তপু ও জিকো। কিংস যদি তাদের শাস্তি প্রত্যাহার করে নেয় তাহলে জাতীয় দলের দরজাও খুলে যাবে। এরই মধ্যে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে তপু ও জিকো দেখা করেছেন। শেষ পর্যন্ত তাদের ভাগ্য নির্ভর করছে আজ কিংসের সভার ওপর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর