মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

আফ্রিকায় স্বর্ণায় এলো স্মরণীয় মুহূর্ত

বাংলাদেশ মহিলা দল প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা মহিলা দলের বিরুদ্ধে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে।

ক্রীড়া প্রতিবেদক

আফ্রিকায় স্বর্ণায় এলো স্মরণীয় মুহূর্ত

স্বর্ণা আক্তার; বয়স মাত্র ১৬ বছর। লেট অর্ডারে হার্ড হিটিং ব্যাটিং করেন। একই সঙ্গে খুব ভালো লেগ স্পিন করেন। এশিয়ান গেমসে পাকিস্তান ম্যাচে দারুণ বোলিং করেছিলেন স্বর্ণা। একটু জোরে লেগ স্পিন করেন। সেটাকে কাজে লাগাতেই বাংলাদেশ মহিলা দলের অধিনায়ক নিগার সুলতানা বেনোনিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে আনেন স্বর্ণাকে। অধিনায়কের সিদ্ধান্ত যে সঠিক ছিল, ১৩ রানে ম্যাচ জয়ের পর সেটা প্রমাণিত হয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো জয়ের ম্যাচের নায়িকা স্বর্ণা ৫ উইকেট নেন। স্বাগতিকদের লেজ একাই গুটিয়ে দেন লেগ স্পিনার। তার অসাধারণ বোলিংয়ে বাংলাদেশ মহিলা দল প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা মহিলা দলের বিরুদ্ধে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে। আগামীকাল জিতলেই সিরিজ নিশ্চিত। এর আগে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতেছেন নিগাররা। প্রথম ম্যাচ জিতলেও মহিলা দলের অধিনায়ক নিগার সুলতানা পুরোপুরি সন্তুষ্ট নন পারফরম্যান্সে। আগামীকাল ভুলগুলো করতে চাইছেন না, ‘দক্ষিণ আফ্রিকার কন্ডিশন একেবারেই অপরিচিত এবং নতুন। কন্ডিশনের সঙ্গে মানিয়ে পরের ম্যাচে যাতে আরও ভালো খেলতে পারি। প্রথম ম্যাচে ভুল ছিল অনেক। সেগুলো শোধরাতে হবে। তাহলে আরও ভালো খেলতে পারব।’

স্বর্ণাকে নিয়ে ‘জুয়া’ খেলেন নিগার। এরপর বাকি সব ইতিহাস। স্বর্ণা প্রথম বোলিংয়ে আসেন ইনিংসের ১৪ নম্বর ওভারে। প্রথম ওভারে ৮ রান দেন। দ্বিতীয় ওভারে প্রথম আঘাত হানেন। তৃতীয় ও চতুর্থ ওভারে দুটি করে উইকেট নেন। স্বাগতিকদের ইনিংসের শেষ ওভারে দুটি বাউন্ডারি খেলেও উইকেট নেন ২টি।

 

সর্বশেষ খবর