মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

চ্যাম্পিয়ন কিংসের সামনে আজ সেনাবাহিনী

ক্রীড়া প্রতিবেদক

২০১৮ সালে পেশাদার লিগে অভিষেকের পর বসুন্ধরা কিংস জোড়া শিরোপা জিতে রেকর্ড গড়েছিল। লিগ ছাড়াও সেবার স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয়েছিল কিংস। ফেডারেশন কাপে ফাইনালে ঢাকা আবাহনীর বিপক্ষে খেললেও স্বাধীনতা কাপে বড় দুই দল লড়েছিল সেমিফাইনালে। পাঁচ বছর পর স্বাধীনতা কাপেই কিংস ও আবাহনীর দেখা হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। আজ কোয়ার্টারে জিতলেই ১৫ ডিসেম্বর ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দেশের ফুটবলের দুই জায়ান্ট। আবাহনী কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। বসুন্ধরা কিংস অ্যারিনায় কিংস সেনাবাহিনীর ম্যাচটি শুরু হবে বিকাল ৪টায়। বাংলাদেশ নৌবাহিনীকে হারিয়ে আগেই নকআউট পর্ব নিশ্চিত করে নেয় স্বাধীনতা কাপে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তাই ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে কিংস তাদের সাইড বেঞ্চে বসা খেলোয়াড়দের ম্যাচে নামায়। গোলরক্ষক শ্রাবণ ছাড়া নিয়মিত একাদশের সবাই ছিলেন বাইরে। আজ অবশ্য ম্যাচ জিততে মূল একাদশকে নামাবেন কোচ অস্কার ব্রুজোন। কেননা একে তো নকআউট পর্ব তারপর আবার দল হিসেবে সেনাবাহিনী দুর্বল নয়। মুন্সীগঞ্জে আজ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে আরেক কোয়ার্টার ফাইনালে লড়বে ঢাকা মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী।

 

সর্বশেষ খবর