বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা মেসি

ক্রীড়া ডেস্ক

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা মেসি

এই প্রাপ্তিটাই হয়তো বাকি ছিল। বিশ্বের বাকি সবগুলো খেতাব জেতা হয়েছে। সর্বোচ্চ আটবারের বিশ্বসেরা ফুটবলার হয়েছেন। বিশ্বকাপের দুবারের গোল্ডেন বল জিতেছেন। এবার বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ম্যাগাজিন ‘টাইম’ ম্যাগাজিনের বর্ষসেরা ক্রীড়াবিদের খেতাব জিতেছেন লিওনেল মেসি। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক এখন খেলছেন মেজর লিগে ইন্টার মায়ামি ক্লাবে। মেসিকে বর্ষসেরা ক্রীড়াবিদের খেতাব দেওয়ার ঘোষণা দিয়েছে টাইম ম্যাগাজিন তাদের নিজস্ব ওয়েবসাইটে। মার্কিন যুক্তরাস্ট্রের ফুটবলে আর্জেন্টাইন ফুটবল তারকার প্রভাব ব্যাখ্যা করেছে ম্যাগাজিনটি, ‘এই বছর ইন্টার মায়ামির চুক্তি করে লিওনেল মেসি যা করে দেখালেন, তা অসম্ভব বলে মনে হয়েছিল। তার চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি ফুটবলের দেশে পরিণত করেছে।’ মেসির মতো টাইম ম্যাগাজিনের খেতাব জেতা ক্রীড়াবিদরা হলেন- মার্কিন জিমন্যাস্টিক্স তারকা সিমোন বাইলস, সাঁতারু মাইকেল ফেলপস, বাস্কেটবল তারকা লেব্রন জেমস।

বার্সেলোনার হয়ে মাঠ মাতিয়ে মেসি যোগ দিয়েছিলেন ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি)। এরপর পিএসজি ছেড়ে গত জুলাইয়ে যোগ দেন মায়ামি। প্রথম মৌসুমেই তার উপস্থিতিতে শিরোপা জেতে মায়ামি। দলটির পক্ষে প্রথম মৌসুমে ১৪ ম্যাচে ১১ গোল করেন ৩৬ বছর বয়সী মেসি। বিশ্বসেরা ফুটবলার ক্লাবটিতে যোগ দেওয়ার পর ফুটবল খেলার টিকিটের মূল্য বেড়ে যায় বহুগুণ।

সর্বশেষ খবর