শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাফুফের ব্যতিক্রমী ফুটবল উৎসব

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বিভিন্ন ফুটবল প্রতিযোগী হয়েছে। এখনো তা রয়েছে। তবে এবারই প্রথম বাফুফে ব্যতিক্রমী এক ফুটবল উৎসব করতে যাচ্ছে। ১৯ ডিসেম্বর ব্যক্তিমালিকানাধীন ফুটবল একাডেমি নিয়ে এ উৎসবের পর্দা উঠবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। একাডেমি ফুটবল ঘিরে গতকাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলন করেন ফেডারেশনের সহসভাপতি ও ডেভেলপ কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক। তিনি বলেন, ‘টুর্নামেন্টে অংশ নিতে আমরা একাডেমিগুলোকে আমন্ত্রণ জানাই। সেখানে ১৭০টি একাডেমি খেলতে নাম নিবন্ধন করে। ২৪ জোনে এ খেলা হবে। ২৪ জোনের চ্যাম্পিয়নরা খেলবে নকআউট পর্ব। মেধাবী খেলোয়াড় বাছাই পর এদের এলিট একাডেমিতে অনুশীলন করানো হবে।’

নকআউট থেকে ১২টি দল চূড়ান্ত পর্বে খেলবে। দুই গ্রুপে বিভক্ত হয়ে ৬টি করে দল খেলবে। একই ভেন্যুতে চূড়ান্ত পর্ব হবে। প্রতি দল চূড়ান্ত পর্বে পাঁচটি করে ম্যাচ খেলার পর শীর্ষ চার দল সেমিফাইনাল খেলবে। এরপর ফাইনাল

সর্বশেষ খবর