শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ওড়িশা অভিযানে বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

ওড়িশা অভিযানে বসুন্ধরা কিংস

আর মাত্র একটা পয়েন্ট পেলেই প্রথমবারের মতো এএফসি কাপের গ্রুপ পর্ব পাড়ি দিবে বসুন্ধরা কিংস। সোমবার ভারতীয় ক্লাব ওড়িশার মুখোমুখি হবে অস্কার ব্রুজোনের দল। এ ম্যাচে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এএফসি কাপে ইন্টার জোন প্লে-অফ সেমিফাইনাল খেলবে কিংস। ওড়িশার বিপক্ষে ড্র নয়, জয়ের লক্ষ্য নিয়েই আজ ভারত যাচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা। সোমবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হবে ওড়িশার।

বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহোকে নিয়ে বেশ সংশয় ছিল। ইনজুরিতে ছিলেন তিনি। এএফসি কাপে কিংসের শেষ ম্যাচে খেলতে পারেননি। স্বাধীনতা কাপের ম্যাচেও তিনি অনুপস্থিত ছিলেন। তবে ওড়িশার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দেখা যেতে পারে তাকে। গতকাল অনুশীলনও করেছেন ব্রাজিলিয়ান এই তারকা। তাকে নিয়েই আজ ভারত যাচ্ছে বসুন্ধরা কিংস।

এএফসি কাপে মালদ্বীপের ক্লাব মাজিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে পরাজয় দিয়ে মিশন শুরু করে অস্কার ব্রুজোনের দল। তবে পরের ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ায় তারা। বসুন্ধরা কিংস অ্যারিনায় ওড়িশাকে ৩-২ গোলে পরাজিত করে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মোহনবাগানের সঙ্গে ২-২ গোলে ড্র করে কিংস। এরপর ঘরের মাঠে মোহনবাগানকে ২-১ গোলে হারিয়ে দেয় তারা। ঘরের মাঠে পরাজিত করে মালদ্বীপের ক্লাব মাজিয়াকেও। এবার ওড়িশার মাঠে একটা পয়েন্ট পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে বসুন্ধরা কিংস।

বাংলাদেশের ফুটবলে অভিষেকের পর থেকেই অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে বসুন্ধরা কিংস। তবে এশিয়ান লেভেলে এখনো তেমন কোনো সাফল্য নেই তাদের। ২০২১ সালে ডি গ্রুপে খেলে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে বিদায় নেয় অস্কার ব্রুজোনের দল। ২০২২ সালে ডি গ্রুপে খেলে মোহনবাগানের সমান পয়েন্ট সংগ্রহ করেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় নকআউট পর্বে খেলতে পারেনি বসুন্ধরা কিংস। এবার দারুণ সুযোগ দলটার সামনে। ডি গ্রুপে পাঁচ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কিংস। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে ওড়িশা। ৭ পয়েন্ট নিয়ে তিনে আছে মোহনবাগান। ওড়িশার বিপক্ষে একটা পয়েন্ট পেলেই কিংসের সংগ্রহ হবে ১১ পয়েন্ট। অন্যদিকে মোহনবাগান সর্বোচ্চ ১০ পয়েন্ট সংগ্রহ করতে পারে। সেক্ষেত্রে বসুন্ধরা কিংসই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে খেলবে।

 

সর্বশেষ খবর