শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
নাঈমকে ৩৩ সেঞ্চুরির বিশেষ পুরস্কার

বিসিএলের দুটি ম্যাচই ড্র

ক্রীড়া প্রতিবেদক

বিসিএলের দুটি ম্যাচই ড্র
টুর্নামেন্টের প্রথম দিনই সেঞ্চুরি করে পেছনে ফেলেন তুষার ইমরানকে। ১২২ রানের ইনিংস খেলে নাঈম বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি ৩৩ সেঞ্চুরির মালিক

জাতীয় দলের বাইরে এক দশক। বয়স ৩৭। তারপরও ঘরোয়া ক্রিকেটে দাপুটের সঙ্গে খেলছেন নাঈম ইসলাম। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে টাইগাররা। তখন দেশের চার অঞ্চলকে নিয়ে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। নাঈম খেলছেন বিসিবি কেন্দ্রীয় অঞ্চলের পক্ষে। টুর্নামেন্টের প্রথম দিনই সেঞ্চুরি করে পেছনে ফেলেন তুষার ইমরানকে। ১২২ রানের ইনিংস খেলে নাঈম বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি ৩৩ সেঞ্চুরির মালিক। এর আগে ৩২ সেঞ্চুরি করে সবার ওপরে ছিলেন তিনি ও তুষার। সবচেয়ে সেঞ্চুরির পুরস্কারও পেয়েছেন। তাকে দেওয়া হয়েছে একটি বিশেষ ক্রেস্ট। সেখানে লেখা, ‘৩৩তম প্রথম শ্রেণির সেঞ্চুরি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ।’ নাঈমের রেকর্ড গড়া ম্যাচটি নিষ্প্রাণ ড্র হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২ নম্বর মাঠে কেন্দ্রীয় অঞ্চল ও উত্তরাঞ্চলের ম্যাচটি ড্র হয়েছে। এ ম্যাচে তৌহিদ হৃদয়ও সেঞ্চুরি করেন। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ড্র হয়েছে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ম্যাচ।

 

সর্বশেষ খবর