শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

জনসনকে কড়া ভাষায় জবাব ওয়ার্নারের

ক্রীড়া ডেস্ক

একটি নয়, দুই দুটি বিশ্বকাপ জিতেছেন ডেভিড ওয়ার্নার। এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে বিশ্ব চ্যাম্পিয়ন করার পেছনে দারুণ অবদান রেখেছেন ওয়ার্নার। অথচ তাকে নিয়ে সমালোচনা করেছেন আরেক অস্ট্রেলিয়ান বাঁ হাতি পেসার মিচেল জনসন। তার সমালোচনায় বিব্রত ক্রিকেট অস্ট্রেলিয়া এবং সাবেক ক্রিকেটাররা। সমস্যার সমাধানে দুজনকে নিয়ে এক টেবিলে কফি খাওয়ার ইচ্ছা পোষণ করেন বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক রিকি পন্টিং। জনসনের সমালোচনার কড়া জবাব দিয়েছেন ওয়ার্নার। ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে জনসনের সমালোচনার জবাবে বাঁ হাতি ওপেনার ওয়ার্নার বলেন, ‘প্রত্যেকেরই তাদের নিজস্ব মতামত দেওয়ার অধিকার রয়েছে। তবে সবকিছুর আগে আমরা একটি ভালো টেস্টের আশা করছি।’ ওয়ার্নার বিশ্বকাপ শেষে ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন। এবার টেস্ট ক্রিকেটে বিদায় জানাবেন ঘরের মাটিতে পাকিস্তানের টেস্ট সিরিজ খেলে। ওয়ার্নারকে টেস্ট স্কোয়াডে রাখায় সমালোচনা করেন জনসন, ‘আমরা এখন ডেভিড ওয়ার্নারের বিদায়ী টেস্ট সিরিজের প্রস্তুতি নিচ্ছি। কেউ কী বলবেন, কেন? কেন ফর্মের সঙ্গে লড়াই করা একজন ওপেনার নিজেই নিজের অবসরের তারিখ ঠিক করে?

অস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়ের কেন্দ্রে থাকা এক খেলোয়াড়কে কেন নায়কোচিত বিদায় দিচ্ছি?’ উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিংয়ে জড়িত থাকায় এক বছর নিষিদ্ধ হয়েছিলেন ওয়ার্নার। তার সঙ্গে নিষিদ্ধ হয়েছিলেন সে সময়কার অধিনায়ক স্টিভ স্মিথও।

 

 

সর্বশেষ খবর